চলছে কোপা আমেরিকা কাপের ৪৮তম আসর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এ পর্যন্ত হয়েছে চারটি ম্যাচ। উদ্বোধনী ম্যাচ কানাডাকে ২-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করে আর্জেন্টিনা।
নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ভেনেজুয়েলা আর মেক্সিকো। আর পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করেছে চিলি। মঙ্গলবার ভোরে কোস্টারিকার বিপক্ষে কোপায় প্রথম ম্যাচ খেলতে নামবে ব্রাজিল।
সাম্প্রতিক সময়ের ফর্মের কারণে এবারের কোপার শিরোপার দাবিদার আর্জেন্টিনা। দারুণ ছন্দে আছেন মেসি-ডি মারিয়ারা। গত আসরে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপার শিরোপা ঘরে তুলেছিল আলবেসিলেস্তারা।
এ ছাড়া ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দুদলের সবশেষ দেখায় সেলেসাওদের হারায় আর্জেন্টিনা। কাজেই কোপার শিরোপা জয়ের ক্ষেত্রে ব্রাজিলের চেয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বেশ এগিয়ে রাখছেন অনেকে। তবে একটি আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ব্রাজিল।
কোপায় অংশ নেওয়া দলগুলোর স্কোয়াডের বাজারমূল্য প্রকাশ করা হয়েছে। এতে মেসিদের চেয়ে বেশ এগিয়ে ভিনিসিয়ুস জুনিয়ররা। বলা যায়, আর্জেন্টিনাকে বেশ বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের বাজারমূল্য ১২৭ কোটি ইউরো। বিপরীতে আর্জেন্টিনার বাজারমূল্য ৮০ কোটি ৫০ লাখ।
৪৮ কোটি ইউরো নিয়ে এ তালিকার ৩ নম্বরে রয়েছে লাতিন আমেরিকার আরেক দল উরুগুয়ে। যাদের বাজারমূল্য ৪৮ কোটি ইউরো।
চতুর্থ আর পঞ্চম স্থানে থাকা যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার স্কোয়াডের বাজারমূল্য যথাক্রমে ৩৪ কোটি ৬০ লাখ ও ২৮ কোটি ৩০ লাখ ইউরো।
মন্তব্য করুন