প্রত্যাশামতোই উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন কার্লোস আলকারাজ। মঙ্গলবার (৯ জুলাই) রাতে কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ তারকা ৫-৭, ৬-৪, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন টমি পলকে। পুরুষ এককের অন্য ম্যাচে কোয়ার্টার ফাইনাল না খেলেই উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। ইনজুরির কারণে প্রতিযোগিতা থেকে নাম তুলে নেন সার্ব তারকার প্রতিপক্ষ অ্যালেক্স ডি মিনাউর।
উইম্বলডনের সেমিফাইনালে ওঠার পথে মঙ্গলবার পরীক্ষার মুখে পড়তে হয়েছিল আলকারাজকে। প্রথম সেট হেরে যান নাদালের উত্তরসূরি হিসেবে ভাবা এই টেনিস তারকাকে। শেষ পর্যন্ত তিন ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে শেষে ম্যাচ ঠিকই জিতেছেন তিনি। সেমিফাইনালে উঠে আলকারাজ বলেছেন, ‘ঘাসের কোর্টে ইদানীং দারুণ টেনিস খেলছে পল। কুইন্স প্রতিযোগিতায় জিতেছে। উইম্বলডনেও এতদিন ভালো খেলেছে। ভালো খেলোয়াড়দের হারিয়েছে। প্রথম এবং দ্বিতীয় সেটের শুরুতে মনে হচ্ছিল ধুলার কোর্টে খেলতে নেমেছি। বড় র্যালি, প্রতিটি পয়েন্টের জন্য ১০-১৫টি শট। তাই প্রথম সেট হেরে যাওয়ার পর মানসিকভাবে শক্তিশালী থাকা দরকার ছিল। বেশ কঠিন ছিল কাজটা; কিন্তু আমি জানতাম ম্যাচটা লম্বা হবে এবং সেখানে টিকে থাকতে হবে। সেটা পেরেছি।’
উইম্বলডনের সেমিফাইনালে আলকারাজ খেলবেন মেদভেদেভের বিপক্ষে। গত বছর এই উইম্বলডনের সেমিতেই মেদভেদেভকে উড়িয়ে দিয়েছিলেন তিনি। আলকারাজ বলেছেন, ‘আমি বিশ্বাস করি, শক্তিশালী হয়ে ফিরতে পারব। ম্যাচের সময় সমস্যায় পড়লে দ্রুত সমাধান খোঁজার চেষ্টা করি। আশা করি, পরের ম্যাচেও হাসিমুখে শেষ করতে পারব।’
উইম্বলডনের গতবারের চ্যাম্পিয়ন আলকারাজ। এবার ফরাসি ওপেন জিতেছেন তিনি। এখন পর্যন্ত ক্যারিয়ারে তিনটি মেজর টাইটেল জিতেছেন। টেনিসে আলকারেজকে পরবর্তী সময়ের সেরা তারকা ভাবা হচ্ছে। স্প্যানিশ তারকা রাফায়েল নাদালও তাকে নিজের উত্তরসূরি মনে করেন।
মন্তব্য করুন