বিশ্ব অ্যাথলেটিকসের সর্বকালের সেরা স্প্রিন্টার উসাইন বোল্টের যোগ্য উত্তরসূরির দেখা পেয়েছে অ্যাথলেটিকস দুনিয়া। জ্যামাইকান গতি দানবের পর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্প্রিন্টের তিনটি ইভেন্টে স্বর্ণ জয়ের কৃতিত্ব গড়েছেন মার্কিন দৌড়বিদ নোয়াহ লাইলস।
২০১৫ সালে চীনের বেইজিংয়ে সবশেষ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪*১০০ মিটার স্প্রিন্টে হ্যাটট্রিক স্বর্ণপদক জয়ের কৃতিত্ব গড়েছিলেন বোল্ট। দীর্ঘ ৮ বছর পর হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্টকে স্পর্শ করলেন বিশ্বের দ্রুততম মানব নোয়াহ লাইলস। ১০০ মিটার এবং প্রিয় ইভেন্ট ২০০ মিটারে গলায় পড়েছেন গোল্ড মেডেল। এবার দলগত ৪*১০০ ইভেন্ট জিতে ট্রাক অ্যান্ড ফিল্ডে হ্যাটট্রিক পূরণ করলেন মার্কিন স্প্রিন্টার লাইলস।
হাঙ্গেরির জাতীয় অ্যাথলেটিক্স সেন্টারের ট্র্যাকের সব আলো কেড়ে নিয়েছেন লাইলস। ৩৭.৩৮ সেকেন্ড সময় নিয়ে রিলে জিতেছেন বিশ্বে এই দ্রুততম মানব। ৩৭.৬২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছে ইতালি। আর ৩৭.৭৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক সন্তুষ্ট হতে হয়েছে ট্রাক অ্যান্ড ফিল্ডের ফেভারিট উসাইন বোল্টের জ্যামাইকাকে। ৪*১০০ ইভেন্টের এই স্প্রিন্টে সবার শেষে ছিলেন লাইলস। সবার আগে ফিনিশিং লাইন টাচ করেই আঙুল দিয়ে এক, দুই, তিন দেখিয়েছেন। জ্যামাইকান কিংবদন্তি দৌড়বিদ বোল্টের রেকর্ডে ভাগ বসিয়েছে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস প্রকাশ করেন লাইলস।
নিজের অ্যাথলেটিকস ক্যারিয়ারে মোট ৫ বার ‘ট্রেবল’ জয়ের কীর্তি গড়েছিলেন জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্ট। ২০১২ এবং ২০১৬ অলিম্পিকে তিনটি করে স্বর্ণ জিতেছিলেন বোল্ট। এ ছাড়া ২০০৯, ২০১৩ এবং ২০১৫ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্প্রিন্টের তিনটি স্বর্ণপদক জিতেছিলেন সর্বকালের সেরা দৌড়বিদ।
আগামী বছর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে বিশ্ব অলিম্পিক আসর। সেখানে মার্কিন স্প্রিন্টার নোয়াহ লাইলসের গতির ঝড় দেখার আশায় অপেক্ষা করবে পুরো বিশ্বের সমর্থকরা।
মন্তব্য করুন