বাজারে এসেছে বহুলপ্রত্যাশিত আইফোন-১৫। মোড়ক উন্মোচনের পর শুক্রবার থেকে ক্রেতার হাতে পৌঁছানো শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর আগে অনলাইনে প্রিঅর্ডার নেয় আইফোন কর্তৃপক্ষ। তবে ফোনটি হাতে পেতে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন গ্রাহকরা। ভোর থেকেই ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইন দাঁড়িয়ে ভিড় করেছেন হাজারও গ্রাহক। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকে দুবাইয়ে প্রিঅর্ডার করা আইফোন সরবরাহ শুরু করে কর্তৃপক্ষ। কাঙ্ক্ষিত ফোনটি পেতে ভোর থেকেই লাইন ধরেন গ্রাহকরা। এসময় মলের সামনে জড়ো হয়েছেন হাজারো গ্রাহক।
জানা গেছে, বিশাল এ লাইনের শুরুতে মাত্র কয়েকজন তাদের প্রত্যাশিত আইফোন হাতে পেয়েছেন। শপিংমলের সামনে বিশাল ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থায় গ্রাহকদের স্টোরে ঢোকানোর ব্যবস্থা করে অ্যপাল। এসব লোকজনের বড় একটি অংশ প্রথমেই আইফোন-১৫ এর অভিজ্ঞতা নিতে অগ্রিম বুকিং দিয়েছিলেন।
সংবাদমাধ্যমের ছবিতে দেখা গেছে, গ্রাহকরা সবার আগে লোভনীয় এ স্মার্টফোনটির অভিজ্ঞতা নিতে বিশাল ভিড় করেছেন। গ্রাহকদের এ ভিড় সামলাতে অ্যাপল আলাদা নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে। এ ছাড়া গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে মল কর্তৃপক্ষ।
সংবাদমাদ্যম খালিজটাইমস দুবাইয়ের একটি শপিংমলের ছবি শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, হাজার হাজার মানুষ স্টোরের সামনে বিশাল ভিড় করেছেন। তারা প্রত্যাশিত এ ফোনটি পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাও করেছেন।
উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর গত ১২ সেপ্টেম্বর উন্মুক্ত হয়েছে আইফোন ১৫। এ সিরিজের ফোনের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি টাইপ সি চার্জারে বাজারে উন্মুক্ত করা হয়েছে। সিরিজের অন্তর্ভুক্ত বাকি মডেলগুলো হলো আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স। যার সবগুলো মডেল অ্যান্ড্রয়েড ফোনের মতো টাইপ সি চার্জার দিয়ে চার্জ করা যাবে।
ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তরে আইফোন ১৫ সিরিজের মডেলগুলো উন্মোচন করা হয়। একই সময়ে অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২-ও উন্মোচন করা হয়।
মন্তব্য করুন