কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৬:৪১ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জয়কে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে : মোস্তাফা জব্বার

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে আইসিটির সেমিনার। ছবি : কালবেলা
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে আইসিটির সেমিনার। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বর্তমানে পেছনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তবে আগামীতে তিনি সামনে থেকেই নেতৃত্ব দেবেন। সজীব ওয়াজেদ জয়ের ৫৩ তম জন্মবার্ষিকীতে তাকে নিয়ে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

অন্যদিকে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের নতুন স্বপ্ন দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে আইসিটি বিভাগ এক বিশেষ সেমিনারের আয়োজন করে। এতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

আরও পড়ুন: আর্থিক খাতে সেরা ৩ উদ্ভাবন পেল কোটি টাকা পুরস্কার

এসময় মোস্তাফা জব্বার বলেন, ১৯৯৬ সালের মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটার পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক যে কমিয়ে আনে, সেই সিদ্ধান্তের পেছনে সজীব ওয়াজেদ জয়ের অবদান আছে। সেসময় এই সিদ্ধান্ত নেওয়ার আগে জয়ের সাথে পরামর্শ করেছিলেন প্রধানমন্ত্রী। বর্তমানেও যদি আমরা কোন প্রতিবন্ধকতার মুখোমুখি হই তাহলে পরামর্শ নেই সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে। বাংলাদেশের উত্থানের বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু, তার চারা থেকে বেড়ে ওঠা হয়েছে সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে, প্রধানমন্ত্রীর হাত ধরে। আজ তিনি পেছনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তবে আগামীতে তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

সেমিনারে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ অর্জনে আগামী ১৮ বছরে কী কী কাজ করবো, সেটার উদযাপনেই আজ আমরা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করছি। ডিজিটাল বাংলাদেশের একজন স্থপতি হিসেবে সজীব ওয়াজেদ জয় আমাদেরকে একটার পর একটা স্তম্ভের ওপর দাড় করিয়েছেন। ডিজিটাল বাংলাদেশের নতুন স্বপ্ন, নতুন আশা যিনি আমাদের দেখিয়েছেন, আজ তারই জন্মদিন। একটি দেশকে কিভাবে মাত্র ১৪ বছরে ডিজিটাল করা যায়, সেটি দেখিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশ এবং জয় এই শব্দ দুটো একীভূত হয়ে গেছে। বাংলাদেশের বেড়ে ওঠা আর তার বেড়ে ওঠা একই সূত্রে গাঁথা। কিন্তু মাত্র ৪ বছরের শিশু জয়কে নিরাপত্তাহীনতার মাঝে বেড়ে উঠতে হয়েছে। তার শৈশব অনিশ্চয়তায় কেটেছে। অথচ তিনি ১৪ বছর আগেই আমাদের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের দিকনির্দেশনা দিয়েছেন যার বাস্তব রূপ আজ আমরা দেখছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ সহ আইসিটি খাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা পর্ব শেষে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ প্রকাশনা গ্রন্থ উন্মোচন এবং কেক কাটার মধ্যে দিয়ে সেমিনার শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফারিন খানের রহস্যময় পোস্ট, কী চলছে এই অভিনেত্রীর জীবনে?

যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন

ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়কে গেল আরও দুই ভাইয়ের প্রাণ

পানি আগ্রাসন বন্ধ করতে হবে : রাশেদ প্রধান

নির্বাচন নিয়ে টালবাহানার জবাব রাজপথে দেওয়া হবে : মুরাদ

বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সাজু

বাংলাদেশে ঠেলে দিতে বিশেষ বিমানে করে ২০০ জনকে সীমান্তে আনল ভারত

যে কারণে চুম্বন দৃশ্যে না বলেন সালমান, রহস্য ফাঁস করলেন আরবাজ

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেলে ৩৪৭ রোগী পেলেন অনুদান

ইনসাফের বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই: বুলবুল

১০

চবি ভিসিকে শিক্ষার্থী / ‘নিজের যোগ্যতায় বসেননি, আমরা আপনাকে বসিয়েছি’

১১

সিভাসুর ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, বহিষ্কার ১৯

১২

জবির মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

মান্না ছিলেন বাংলাদেশের ‘জেমস বন্ড’ : জাহিদ হাসান

১৪

করাচিতে ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ১৯

১৫

আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে : সালাহউদ্দিন

১৬

১৩-০! শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবারাদের

১৭

আধুনিক জীবনে সম্পর্ক টিকিয়ে রাখার কৌশল

১৮

রাজধানীতে বিএনপি নেতা নীরবের লিফলেট বিতরণ

১৯

এখানে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না : হেফাজতে আমির

২০
X