শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৪:৩৩ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নবায়নযোগ্য জ্বালানিতে নারীর অংশগ্রহণ নিশ্চিতে নীতিমালায় পরিবর্তন প্রয়োজন : এমজেএফ

‘বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির উৎস ও প্রযুক্তিতে জেন্ডার প্রভাব মূল্যায়ন’ শীর্ষক গবেষণা প্রকাশনীর মোড়ক উন্মোচন করা হয়েছে। ছবি : কালবেলা
‘বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির উৎস ও প্রযুক্তিতে জেন্ডার প্রভাব মূল্যায়ন’ শীর্ষক গবেষণা প্রকাশনীর মোড়ক উন্মোচন করা হয়েছে। ছবি : কালবেলা

নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে নীতিমালায় পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক শাহীন আনাম।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে এমজেএফ টাওয়ারের আলোক অডিটোরিয়ামে এমজেএফ আয়োজিত ‘নারীর ক্ষমতায়নে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব’ শীর্ষক উন্মুক্ত আলোচনা এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির উৎস ও প্রযুক্তিতে জেন্ডার প্রভাব মূল্যায়ন শীর্ষক গবেষণা প্রকাশনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শাহীন আনাম বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় অনেক ফাঁক রয়েছে। এ নীতিমালা জেন্ডার লেন্স দিয়ে রিভিউ করতে হবে। যেসব জ্বালানি পরিবেশের জন্য ক্ষতিকর, সেসব পরিহার করে আমাদের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।

তিনি বলেন, এটি শুধু পরিবেশের জন্যই নয়, জীবাশ্ম জ্বালানি নারীর স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। সরকার এরই মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে ভার্চুয়াল ‘ইনভেস্ট ইন উইমেন অ্যান্ড গার্লস : এক্সিলারেট প্রগ্রেস থ্রু রিনিউয়েবল এনার্জি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমজেএফ’র পরিচালক (প্রকল্প) বনশ্রী মিত্র নিয়োগী।

তিনি বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির ন্যায্যতা নিশ্চিত করার জন্য নারীর ওপর বিনিয়োগ অত্যন্ত জরুরি। নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নীতিমালা পর্যায়ে যেমন কাজ করতে হবে তেমনি তৃণমূল পর্যায়ের নারীদের দক্ষতাও বাড়াতে হবে। তিনি আরও বলেন, ‘নারী শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পেলে জ্বালানির রূপান্তর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এতে একদিকে যেমন জেন্ডার সমতা নিশ্চিত হবে, তেমনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ক্লাইমেট ফাউন্ডেশনের সুহা তাবিল, অ্যাকশন এইড বাংলাদেশের আবুল কালাম আজাদ, এথিক্যাল ট্রেইনিং ইনিশিয়েটিভ-এর মুনীর উদ্দিন শামীম, জিএসসিসি’র ফারাহ আনজুমসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, গবেষণা সংস্থার প্রতিনিধি এবং ‘উই (WEE)’ নেটওয়ার্কের সদস্যরা।

বক্তারা নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব, এ খাতে নারীর অংশগ্রহণের প্রয়োজনীয়তা ও বাধাসমূহ তুলে ধরেন।

পরে ‘বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির উৎস ও প্রযুক্তিতে জেন্ডার প্রভাব মূল্যায়ন’ শীর্ষক গবেষণা প্রকাশনীর মোড়ক উন্মোচন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

১০

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১১

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

১২

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

১৩

জামায়াতের প্রার্থীকে শোকজ

১৪

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১৫

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১৬

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১৭

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৮

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৯

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

২০
X