অতিরিক্ত গরমে আফ্রিকার সাহারা মরুভূমিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ অভিবাসী। তিউনিসিয়া থেকে বিতাড়িত হয়ে লিবিয়ার যাওয়ার পথে গত কয়েকদিনে তাদের মৃত্যু হয়। বুধবার (৯ আগস্ট) সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ার বর্ডার গার্ড তাদের মরদেহ উদ্ধার করেছে। উত্তর সীমান্তের দক্ষিণে মরুভূমির বিস্তীর্ণ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। আলজাজিরার লিবিয়া প্রতিবেদক মালিক ত্রাইনা বলেন, মাত্রাতিরিক্তি গরম ও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ সময়ে তাদের খাবার, পানীয় বা বিশ্রাম কিছুই দেওয়া হয়নি।
আরও পড়ুন : গুজবে কান দিয়ে মার্কিন সীমান্তে শত শত অভিবাসী
লিবিয়ার বর্ডার গার্ড ও মানবাধিকার সংস্থার অভিযোগ, তিউনিসিয়া অভিবাসীদের তীব্র গরমের মধ্যে জনমানবহীন বিস্তীর্ণ মরুভূমির দিকে ঠেলে দিচ্ছে। তাদের এমন কর্মকাণ্ডকে ‘সম্মিলিত বহিষ্কার’ হিসেবে আখ্যা দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
তিউনিসিয়ায় জুলাই মাস থেকে ব্লাক আফ্রিকান অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দেশটিতে ওই সময়ে সাফাক্স বন্দরে এক ব্যক্তিকে খুন করা হয়। এরপর থেকে অভিবাসীদের প্রতি রূঢ় আচরণ করছে দেশটি। অভিবাসীরা বলছেন, তিউনিসিয়া তাদের সঙ্গে বর্ণবাদী আচরণ করছে।
বর্ডার গার্ড বলছে, তিউনিসিয়ায় থেকে বিতাড়িত হয়ে অন্তত দেড় শতাধিক অভিবাসী লিবিয়ায় প্রবেশ করছেন।
তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ অস্বীকার করেছে। দেশটির প্রেসিডেন্ট কাইস সাঈদ বলেন, দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরির জন্য ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
অভিবাসীদের মৃত্যুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বৈধভাবে প্রবেশের পথ সবসময় খোলা রয়েছে। সীমান্তের বাইরের কোনো ঘটনার জন্য তিউনিসিয়া দায় নেবে না।
মন্তব্য করুন