

ইন্দোনেশিয়ার সিলাচাপে ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, এখনো কমপক্ষে এক ডজন মানুষ নিখোঁজ রয়েছে এবং তাদের উদ্ধারে অভিযান চলছে।
বৃহস্পতিবারের এই ভূমিধসে প্রায় এক ডজন বাড়ি মাটিচাপা পড়ে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অনেক মানুষের ওপর ৮ মিটার (প্রায় ২৫ ফুট) গভীর পর্যন্ত মাটি চাপা পড়েছিল। তিনি জানান, এ পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে—গতকাল তিনজন, আজ আরও আটজন। এখনো ১২ জন নিখোঁজ।
ইন্দোনেশিয়ায় সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে বর্ষাকাল, আর এই সময়জুড়ে বন্যা ও ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। চলতি বছর শুরুর দিকে প্রবল বর্ষণে সেন্ট্রাল জাভার পেকালংগানে আরেকটি ভয়াবহ ভূমিধসে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছিলেন।
মন্তব্য করুন