শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বছরে ১০০ মানুষের প্রাণ ঝরে যে জঙ্গলে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বেঁচে থাকার জন্য মানুষকে কতই না যুদ্ধ করতে হয়। একটু সুখের জন্য কতই না চেষ্টা, ত্যাগ। কিন্তু সবাই যে তাতে সফল হয়, তাও না! মানসিক দুর্বলতার কারণে জীবনের কাছে পরাজয় বরণ করেন অনেকে। আত্মহননের পথ বেছে নেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতি বছর বিশ্বের প্রায় ১০ লাখ মানুষ এই নিষিদ্ধ পথে পা বাড়ান। প্রতি ৪০ সেকেন্ডে ঘটে একটি করে আত্মহননের ঘটনা। গোটা বিশ্বে যখন এই প্রবণতা কমিয়ে আনার চেষ্টা করছে, ঠিক তখন জাপানে পাওয়া গেছে এমন একটি জঙ্গল, যেখানে প্রতি বছর প্রায় ১০০ জন মানুষ আত্মহত্যা করে।

প্রাকৃতিক সৌন্দর্য কিংবা পর্যটনের জন্য নয়, জঙ্গলটি কুখ্যাত ‘সুইসাইড ফরেস্ট’ হিসেবে। আশ্চর্যজনক হলেও সত্যি, এই জঙ্গল থেকে প্রতিবছর গড়ে প্রায় ১০০ মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়। জাপানের টোকিও শহর থেকে ১০০ মাইল পশ্চিমে মাউন্ট ফুজির উত্তর-পশ্চিমে ৩৫ বর্গকিলোমিটার অঞ্চলজুড়ে বিস্তৃত এই জঙ্গল। এর নাম আওকিগাহারা। এটি এতই ঘন যে একে ‘গাছের সমুদ্র’ও বলা হয়। সর্বত্রই সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে মৃত মানুষের কঙ্কাল, হাড়গোড়।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের পর বিশ্বে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে এই আওকিগাহারা জঙ্গলে। দেখা গেছে, পৃথিবীতে জাপানিদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। মানসিক স্বাস্থ্য, পারিবারিক এবং অর্থনৈতিক সমস্যার কারণে সেখানে আত্মহননের উচ্চ মাত্রা লক্ষ্যনীয়।

পৃথিবীর প্রায় সব দেশেই আত্মহত্যাকে অপরাধ হিসেবে মনে করা হলেও জাপানে ঐতিহ্যগতভাবে আত্মহত্যার প্রচলন ছিল। সামন্ত যুগে জাপানে সামুরাই নীতিতে বিশ্বাসীরা মনে করত ‘সেপুকু’ অর্থাৎ আত্মহত্যায় মুক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে যাওয়া যায়। আধুনিক যুগেও অনেক জাপানি আত্মহত্যার ভ্রান্তনীতিতে বিশ্বাস করেন।

১৯৬০ সালে, জাপানি লেখক সেইচো মাতসুমোতো ট্র্যাজিক উপন্যাস ‘কুরোই জুকাই’ প্রকাশ করেন, যেখানে একজন ব্যর্থ প্রেমিকা তার জীবন শেষ করার জন্য ‘গাছের সাগরে’ আত্মাহুতি দিয়েছিলেন। এই বইটি জাপানি সংস্কৃতিতে একটি মৌলিক এবং অশুভ প্রভাব ফেলেছিল ভেবে ধারনা করেন বিশেষজ্ঞরা। কেননা ওই জঙ্গলে যারা আত্মহত্যা করেন, তাদের অনেকের পরিত্যক্ত সামগ্রীর মধ্যে সেই বইটি পাওয়া গেছে। অনেকের দাবি, জাপানি লেখক সাইকো মাটসুমোটোর ‘টাওয়ার অফ ওয়েবস’ উপন্যাস প্রকাশের পর আওকিগাহারা জঙ্গলে আত্মহত্যা বেড়ে গেছে। কারণ উপন্যাসের দুটি চরিত্র ওই জঙ্গলে আত্মহত্যা করে।

১৯৭০ সালে পুলিশ, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছিল যাদের কাজ ছিল মৃতদেহ খুঁজে বের করা এবং লোকজনকে আত্মহত্যায় অনুত্সাহিত করা। আত্মহত্যার হার কমানোর জন্য জাপান সরকার একটি আইনও পাস করে। বনের পথে জায়গায় জায়গায় সাইনবোর্ডের ব্যবস্থা করে সুইসাইড প্রিভেনশন অ্যাসোসিয়েশনগুলো। সাইনবোর্ডে লেখা হয় বিশেষ ম্যাসেজও। সুইসাইড ফরেস্টের প্রবেশপথে লাগানো হয় সিকিউরিটি ক্যামেরা, বাড়ানো হয় সতর্ক প্রহরা। বনে ভ্রমণের অনুমতি থাকলেও যে সব ভ্রমণকারী তাঁবু নিয়ে আসেন তাদের ওপর রাখা হয় বিশেষ নজর।

আশেপাশের বাসিন্দারা জানান, আওকিগাহারা জঙ্গলে রহস্যময় জাদুকরী শক্তি রয়েছে। সেই কারণে তারাই মানুষজনকে আত্মহত্যা করার চেষ্টা করতে বাধ্য করে। এছাড়াও এই জঙ্গল এত গভীর যে এখানে হারিয়ে গেলে বের হওয়া খুব কঠিন। কারণ কম্পাস বা মোবাইলের মতো প্রযুক্তিও নাকি এখানে কাজ করে না।

সূত্র : টেলিগ্রাফি.কম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবি আবৃত্তি সংসদের কর্মশালা উদ্বোধন

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন

ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

এবিসি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন  / সভাপতি জাফরী, মহাসচিব দেবাশীষ

৭ শিক্ষার্থীকে পিটিয়ে হামলার শিকার প্রধান শিক্ষক

ভবন নির্মাণে পরিবেশের ক্ষতি হলে উচ্ছেদ করবে রাজউক

বিপিএলে চট্টগ্রাম কিংসের দাপুটে জয়

সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন সিদ্ধান্তে ইন্দোনেশিয়া

সালানা জলসা বন্ধ করার আহ্বান খতমে নবুওয়তের

জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

গাজাকে পুনর্গঠন করতে সব কিছু করবে তুরস্ক

১১

১৭ বছর পর মুক্ত বাবর, উচ্ছ্বসিত এলাকাবাসী

১২

‘আগে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নির্ধারণ করতে হবে’

১৩

তীব্র তাপদাহ বিবেচনা করে হজের প্রস্তুতি নিচ্ছে সৌদি

১৪

জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, বিজ্ঞপ্তি জারি 

১৫

যৌথবাহিনীর অভিযানে অপহৃত ৭ কৃষক উদ্ধার

১৬

‘বাবরকে ৬ বছর কনডেম সেলে রাখা হয়’

১৭

আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে এসআইয়ের মৃত্যু

১৮

অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য মেলা

১৯

যুদ্ধবিরতি নিয়ে উগ্র ডানপন্থিদের চাপে নেতানিয়াহু

২০
X