কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় সেই বিমান

বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাত্রাকালে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে নানা গুঞ্জনের পর এবার সামনে এসেছে ভয়ংকর তথ্য। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে এ বিমান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজারবাইজানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। সরকারি বিভিন্ন সূত্রের বরাতে আজারবাইজানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিমানটি গ্রোজনি শহরের কাছে যাওয়ার সময় প্যান্টসির ক্ষেপণাস্ত্র দিয়ে এটিতে হামলা চালানো হয়। ব্যবস্থা দ্বারা আক্রমণ করা হয়েছিল। রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহারের কারণে বিমানটির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে। ফলে দেশটির আকাশসীমায় থাকা অবস্থায় বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এতে আরও বলা হয়, বিমানটি কাস্পিয়ান সাগরের আশপাশের অঞ্চলে থাকাকালে পুনরায় রাডারে শনাক্ত হয়েছিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করার আহ্বান জানান।

এর আগে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২৫ ডিসেম্বর) কাজাখস্তানের আকতু শহর থেকে তিন কিলোমিটার দূরে আছড়ে পড়ে আজারবাইজান এয়ারলাইন্সের ইআরজে-১৯০ বিমান। ওই বিমানে মোট ৬৭ জন ছিলেন। তাদের মধ্যে ৬২ জন যাত্রী এবং পাঁচজন বিমানকর্মী।

বিমানটির গন্তব্য ছিল রাশিয়া। স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটে আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রজনির উদ্দেশে রওনা দিয়েছিল ওই বিমান। কিন্তু মাঝ আকাশে পাইলট খবর পান, গ্রজনিতে ঘন কুয়াশা রয়েছে। তাই সেখানে বিমান অবতরণে সমস্যা হতে পারে।

এরপর কাজাখস্তানের আকতুতে ওই বিমানের জরুরি অবতরণ করানোর চেষ্টা করা হয়। সংশ্লিষ্ট বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতিও চাওয়া হয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান।

ওই সময়ে সংবাদমাধ্যম জানায়, ঘন কুয়াশার কারণেই জরুরি অবতরণের চেষ্টা কি না, তা এখনো নিশ্চিত নয়। রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যমে অন্য কিছু কারণও উঠে আসে। কেউ কেউ দাবি করেন, বিমানে যান্ত্রিক ত্রুটি হয়েছিল। সে কারণে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অনেকে আবার দাবি করেন, মাঝ আকাশে একঝাঁক পাখির সঙ্গে ধাক্কার ফলে বিমানটি জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট।

বিমান দুর্ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাটিতে আছড়ে পড়ার আগে বেশ কয়েক মিনিট আকাশে ‘বিভ্রান্ত’ হয়ে ঘুরপাক খেয়েছে বিমানটি। বিমানবন্দর থেকে কিছুটা দূরে আকাশে ক্রমাগত চক্কর কাটতেও দেখা যায়। অন্তত তিন মিনিট ‘বিভ্রান্ত’ হয়ে ঘোরার পর নিয়ন্ত্রণ হারিয়ে তা একটি খোলা জায়গায় আছড়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক

সাধারণ যানবাহনের সঙ্গেই ছিল জুবাইদার গাড়ি

মামলা তুলতে রাজি না হওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে ঢাকায় মার্চ : নাহিদ

নেতা-কর্মীদের উদ্দেশে হেফাজতের যে আহ্বান

এবার ভারতের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি

শাহবাগে ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে শিবির

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

আবদুল হামিদের পালানো নিয়ে তারেক রহমানের মন্তব্য

মুচলেকায় মুক্তি পেল ৯৩ জেলে  / জব্দ করা ৬১৫ কেজি ইলিশ গেল এতিমখানায়

১০

তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

১১

‘স্বাস্থ্য খাতে বিনিয়োগ মানুষের ভালো থাকার জন্য হতে হবে’

১২

ভারতে জরুরি অবস্থা জারির নির্দেশ

১৩

লুকিয়ে রাখা ২৯ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩ 

১৪

হাসনাতের ফেসবুক পোস্টে ৩ দাবি

১৫

যানজট ও দুর্ঘটনা রোধে মাঠে ছাত্রদলের নেতাকর্মীরা

১৬

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জবি শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে

১৭

মুসলিম বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছে ‘সোনারগাঁ’ : মামুনুল হক

১৮

‘এ দেশে আ.লীগের নেতাকর্মীদের ভাত নেই’ 

১৯

ফিল্ম আর্কাইভে জাতীয় চলচ্চিত্র সংসদের সম্মেলন

২০
X