কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান থেকে ভয়ংকর যুদ্ধবিমান নিতে যাচ্ছে বাংলাদেশ!

পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ। সম্প্রতি এমনই একটি খবর ছড়িয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ইসলামাবাদের সঙ্গে সামরিক সম্পর্ক উন্নয়নে ঢাকার একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদল বুধবার (১৫ জানুয়ারি) পাকিস্তান সফর করেছে। তখনই এ নিয়ে নিজেদের আগ্রহের কথা জানায় বাংলাদেশ।

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি জানায়, রাজধানী ইসলামাবাদের বিমানবাহিনী সদর দপ্তরে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ-পাকিস্তান উভয়পক্ষ সামরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন এবং তাদের বিমানবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদারের জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের উচ্চপর্যায়ের এ প্রতিনিধিদলটি পাকিস্তান এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তানের বিমানবাহিনীর আধুনিক প্রযুক্তি ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বিশেষভাবে পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের উৎপাদনে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাংলাদেশকে আরও যৌথ প্রশিক্ষণ এবং সামরিক সহযোগিতার সুযোগ বৃদ্ধির কথা বলেন। এ ছাড়াও পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

প্রসঙ্গত, জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি মাল্টি-রোল ফাইটার জেট, যা বিভিন্ন ধরনের হামলা পরিচালনা করতে সক্ষম। এটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স (পিএসি) এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি করপোরেশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে।

অত্যাধুনিক যুদ্ধবিমানটি দিন ও রাতে অভিযান চালানো, ডগফাইট এবং প্রতিপক্ষের আকাশসীমায় ঢুকে গুপ্তচর তথ্য সংগ্রহের মতো কাজ করতে পারে। এ যুদ্ধবিমানটির ওজন তুলনামূলকভাবে কম, ফলে এটি সহজেই দ্রুত গতিতে অপারেট করতে সক্ষম। এটি পাকিস্তানসহ কয়েকটি দেশ ব্যবহার করে থাকে।

বাংলাদেশ সামারিক বাহিনীর চাহিদা পূরণে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছিল। সেক্ষেত্রে বিমান বাহিনীর বহরে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানটি যুক্ত হলে তা হবে বাংলাদেশের সামরিক খাতের জন্য একটি বড় অগ্রসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্তির মুখোমুখি বিএনপি নেতা

জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : প্রেস সচিব

রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী 

ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

নিঃশব্দে বিদায় নিলেন একসময়ের মিস ক্যালকাটা

‘এইচআইভি’তে আক্রান্ত দিশা পাটানির প্রেমিক

আলোচিত পাশাতেই আস্থা ১১ দলীয় জোটের

তিন জেলায় শৈত্যপ্রবাহ, শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস  

উত্তরায় বাড়িতে আগুন, নিহত বেড়ে ৬

১০

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

১১

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি যুক্তরাষ্ট্রের

১২

একচল্লিশে পা দিলেন সিদ্ধার্থ 

১৩

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি ৮২ শিক্ষার্থী

১৪

বিয়ের পিঁড়িতে ধানুশ-ম্রুণাল, গুজন নাকি সত্যি?

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট

১৬

উত্তরায় বহুতল ভবনে আগুন, নিহত ৩ জনের পরিচয় শনাক্ত

১৭

শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ‘অ্যাকশন’ নেবে বিসিবি

১৮

পাবনা ১ ও ২ আসনে নির্বাচনের নতুন তপশিল ঘোষণা

১৯

যে ১৭৯টি আসনে লড়বে জামায়াত

২০
X