কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আদালতের রায়

অভিসংশিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ছবি : সংগৃহীত
অভিসংশিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে অপসারণের পক্ষে রায় দিয়েছে। বেঞ্চ বিচারকদের সর্বসম্মতিক্রমে এ রায় ঘোষণা করা হয়। গত বছরের শেষের দিকে সামরিক আইন ঘোষণার জন্য ইওল অপসারিত হলেন।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে আদালতে রায় পড়েন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মুন হিউং-বে। সামরিক আইন ঘোষণার জন্য ইউনের প্রতিটি কারণ খারিজ করে দেন তিনি এবং বলেন, ডিসেম্বরে রাজধানীর রাস্তায় সেনা মোতায়েন করে প্রেসিডেন্ট তার কর্তৃত্ব লঙ্ঘন করেছেন।

বিচারক বলেন, বিবাদী সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তৃত্ব ভেঙে ফেলার জন্য সামরিক ও পুলিশ বাহিনীকে একত্রিত করেছিলেন এবং জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করেছিলেন। এটি করে তিনি সংবিধান সমুন্নত রাখার জন্য তার সাংবিধানিক দায়িত্ব পরিত্যাগ করেছেন এবং কোরিয়ান জনগণের আস্থার সাথে গুরুতরভাবে বিশ্বাসঘাতকতা করেছেন। এই ধরনের বেআইনি এবং অসাংবিধানিক আচরণ এমন একটি কাজ যা সংবিধানের অধীনে সহ্য করা যায় না।

এই রায়ের অর্থ দক্ষিণ কোরিয়াকে এখন ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হবে। ততক্ষণ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু তার পদে বহাল থাকবেন।

সবাইকে হতবাক করে দিয়ে গত বছরের ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। কিন্তু তীব্র প্রতিবাদ-প্রতিরোধের মুখে মাত্র ছয় ঘণ্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন। সাময়িক এ সামরিক আইন জারির জেরে গত ১৪ ডিসেম্বর ইউনকে দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয়। পরে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুরু হয় ফৌজদারি তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের তলবে হাজির হতে ইউন অস্বীকৃতি জানান। এর জেরে গত ৩১ ডিসেম্বর ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। পরে বেশ কয়েকবারের চেষ্টায় চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি ইওলকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল জামায়াত

নারীর শক্তিই আমাদের বিজয়ের শক্তি : সেলিমা রহমান

বাউলশিল্পীর বিচার দাবি খতমে নবুওয়তের

খালেদা জিয়ার শারীরিক সবশেষ অবস্থা জানালেন চিকিৎসক

সীমান্তের জিরো পয়েন্ট থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

বিইউএফটির সঙ্গে ৪ শিল্প প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর

জবাইখানার পাশ থেকে তরুণের মরদেহ উদ্ধার

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন

ইশরাক হোসেন / দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই বিএনপির মূল লক্ষ্য

ডিসেম্বরে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান

১০

বিমানবন্দরে আগুন লাগার কারণ উঠে এল প্রতিবেদনে

১১

কালবেলার হাতে তানজিন তিশার ভয়েস রেকর্ড

১২

লাল নাকি সবুজ আপেল, শরীরের জন্য কোনটি বেশি উপকারী?

১৩

ধুঁকতে থাকা রিয়ালের জন্য নতুন দুশ্চিন্তা

১৪

ফের বিয়ের পিঁড়িতে কণ্ঠশিল্পী পূজা, পাত্র কে? 

১৫

হাদিসে যে ১০ বিষয়কে কেয়ামতের বড় আলামত বলা হয়েছে

১৬

জুলাই হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীনকে অব্যাহতি

১৭

মাছ চাষে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগে অধ্যাপক মামুনের সাফল্য

১৮

টাকার সঙ্গে ঘুষ নিলেন হাঁস

১৯

ইসলামের লেবাস পরে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল : ড. কাইয়ুম

২০
X