সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণ শুরুর ঘোষণা দিল চীন, উদ্বিগ্ন ভারত

চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এবং থ্রি গর্জেস বাঁধ। ছবি : সংগৃহীত
চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এবং থ্রি গর্জেস বাঁধ। ছবি : সংগৃহীত

ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম বাঁধের নির্মাণকাজ শুরুর ঘোষণা দিয়েছে চীন। শনিবার চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এ ঘোষণা দেন। চীনা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এদিন তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং জাংবো নদীতে ৬০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

ইয়ারলুং জাংবো নদীই ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত, যার ওপর এই অঞ্চলের কোটি কোটি মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি এলাকার মিডগ কাউন্টিতে নির্মিত হচ্ছে এই মেগা বাঁধ। গত ২০২০ সালের নভেম্বরে চীন এ প্রকল্পের পরিকল্পনার কথা প্রকাশ করে এবং ২০২৩ সালের ডিসেম্বরে এর অনুমোদন দেয়। এরপর থেকেই নির্মাণকাজ শুরু করার তোড়জোড় চলছিল, যা এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার মতে, প্রকল্পটি শুধু তিব্বতের বিদ্যুৎ চাহিদা পূরণে নয়, বরং উৎপাদিত বিদ্যুৎ চীনের অন্যান্য অংশেও সরবরাহ করা হবে। প্রকল্পে ৫টি পৃথক জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (১৬৭ বিলিয়ন মার্কিন ডলার)। বিশাল এই প্রকল্প শেষ হলে এটি চীনের ইয়াংসি নদীতে নির্মিত ‘থ্রি গর্জেস ড্যাম’-কেও ছাড়িয়ে যেতে পারে।

তবে এই প্রকল্প নিয়ে শুরু থেকেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত ও বাংলাদেশসহ নদীর নিম্নপ্রবাহে অবস্থিত দেশগুলো। নদীর উজানে বাঁধ নির্মাণের ফলে পানির প্রবাহে রুদ্ধতা সৃষ্টি হতে পারে, যা নিম্নভূমিতে বসবাসকারী কোটি কোটি মানুষের জন্য ভয়াবহ পরিবেশগত ও অর্থনৈতিক সংকট ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ বিষয়ে চীনের কাছে তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং প্রকল্পটির অগ্রগতি নজরদারির আওতায় রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ব্রহ্মপুত্রের নিম্নপ্রবাহে থাকা দেশগুলোর স্বার্থ যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে চীনকে বলা হয়েছে।

জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, এই প্রকল্পের ফলে কোনও ধরনের নেতিবাচক প্রভাব নিম্নপ্রবাহে পড়বে না, এবং তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে।

তবে পরিবেশবিদ এবং মানবাধিকার সংগঠনগুলো চীনের এই প্রকল্পের কড়া সমালোচনা করেছে। তাদের মতে, তিব্বতের মতো সংবেদনশীল ও হিমবাহ-নির্ভর অঞ্চলে এমন প্রকল্প পরিবেশের ওপর বিপর্যয় ডেকে আনবে। তারা সতর্ক করেছেন, ব্রহ্মপুত্রের মতো গুরুত্বপূর্ণ নদীর উত্স মুখে বাধা সৃষ্টি করা হলে তা শুধু পরিবেশ নয়, রাজনৈতিক সম্পর্কেও দীর্ঘমেয়াদী উত্তেজনা সৃষ্টি করতে পারে।

ইতিহাস বলছে, থ্রি গর্জেস বাঁধ নির্মাণের সময় চীন ১৪ লাখ মানুষকে জোরপূর্বক তাদের নিজ ভিটা থেকে উচ্ছেদ করেছিল। তবে ইয়ারলুং জাংবো নদী অঞ্চল তুলনামূলকভাবে কম ঘনবসতিপূর্ণ। মিডগ শহরের জনসংখ্যা মাত্র ১৪ হাজার, তবে সেখানে ঠিক কতজনকে এই প্রকল্পের জন্য স্থানচ্যুত করা হতে পারে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি চীনের নির্মাণ প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না।

তিব্বত মালভূমি আয়তনে প্রায় ২৫ লাখ বর্গকিলোমিটার। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মিঠাপানির উৎস এলাকা এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি নদীর জন্মভূমি। এখানকার হিমবাহ ও ঝর্ণা থেকে উৎপন্ন পানি ভারত, বাংলাদেশ, চীন ও ভুটানের প্রায় ১৮০ কোটি মানুষকে খাবার পানি ও সেচের সুবিধা দিয়ে থাকে। এ বাস্তবতায় চীনের এই বাঁধ নির্মাণ পুরো অঞ্চলের পানিস্বত্ব ও পরিবেশগত ভারসাম্যের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বাড়ছে।

চীনের এই উদ্যোগ শুধু বিদ্যুৎ উৎপাদনের কৌশলগত পরিকল্পনার অংশ নয়, এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূ-রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে নাড়িয়ে দিতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এখন দেখার বিষয়, এই মেগা প্রকল্পের বাস্তবায়ন কীভাবে এগোয় এবং এর অভিঘাত কী রূপ নেয় ভারত, বাংলাদেশসহ সমগ্র অঞ্চলের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হচ্ছে : মিডিয়া সেল 

বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন হবে : এসএম জাহাঙ্গীর

অ্যানফিল্ডে এক দশকের অভিশাপ ভাঙল ম্যানচেস্টার ইউনাইটেড

রূপনগরে আগুন / ডিএনএ শনাক্তের পর ১৬ মরদেহ পেলেন স্বজনেরা

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক 

সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : বাসস চেয়ারম্যান

রোমাঞ্চকর জয়ে ভারতকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

‘আগুন লাগার ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে’

কিডনি রোগীদের জন্য যে ১০ খাবার নিষেধ

১০

গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা 

১১

গোপালগঞ্জের কাশিয়ানীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

আ.লীগের কেন্দ্রীয় ১ নেতা গ্রেপ্তার

১৩

হোটেলে নাশতা খেয়ে শিশুসহ ৬ জন অজ্ঞান

১৪

তাঁতিবাজারে জবি শিক্ষার্থীদের অবরোধ

১৫

তিন ধর্মের উপাসনাস্থল নির্মিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ে

১৬

সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

১৭

রাজধানীতে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

বিএনপি ক্ষমতায় এলে সব দুঃশাসনের কবর দেওয়া হবে : জুয়েল

১৯

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ষড়যন্ত্রের অংশ : সারজিস

২০
X