ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে মাটিতে। ঝড়ো হাওয়ার দাপট এতটাই তীব্র যে, পথচারীদের উড়িয়ে নিয়ে যাচ্ছে। কেউ বাতাসের দাপটে ছিটকে যাচ্ছেন। আবার কেউ দাঁড়াতেই পারছেন না। রাস্তায় হামাগুড়ি দিয়ে নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা করছেন তারা।
আলোচিত এই ঘটনা ঘটেছে চীনে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ঝড়ো বাতাসে নিজেদের সামলে রাখতে পারছেন না স্থানীয়রা। বাতাস তাদের কার্যত উড়িয়ে নিয়ে যাচ্ছে। কেউ কেউ হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছেন। বাতাসের দাপটে বসে থেকেও ছিটকে পড়ছেন অনেকেই।
এরপর রাস্তায় হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। পরিস্থিতি সামাল দিতে একজন আরেকজনকে ধরে সারিবেঁধে হাটার চেষ্টা করছেন তারা।
সংবাদমাধ্যমের প্রতিবেন অনুয়ায়ী, চলতি সপ্তাহে চীনের দক্ষিণাংঞ্চলে ‘উইফা’ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর এই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা জারির পর সেখান থেকে ৬ লাখ ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন