নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে প্যারেড করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ প্যারেডের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছেন মার্কিন সেনারাও।
উত্তর কোরিয়ার এ মহড়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণ কোরিয়া। তারা বলছে, উত্তর কোরিয়া কোনোভাবে পরমাণু অস্ত্র ব্যবহার করলে তার যোগ্য জবাব দেওয়া হবে।
উত্তর কোরিয়ার এ ধরনের প্যারেড বিরল ঘটনা। দেশটি মঙ্গলবার তাদের সেনাবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের প্যারেডের আয়োজন করছে। এতে চার হাজার সেনা মার্চ করেছেন। এ ছাড়া প্যারেডে কামান, ড্রোন, ব্যালেস্টিক মিসাইলের মতো ভারী অস্ত্রও প্রদর্শন করা হয়েছে।
প্যারেডটি এমন সময়ে অনুষ্ঠিত হলো যখন উত্তর কোরিয়া নিজেদের পরামাণু সক্ষমতা আরও বাড়াচ্ছে। এ ছাড়া দেশটি রাশিয়ার সাথেও সম্পর্ক উন্নয়নে কাজ করছে। ফলে এমন সময়ে মহড়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
বিরল এ প্যারেডে দক্ষিণ কোরিয়ার সাথে অংশ নিয়েছে মার্কিন সেনা। এ মহড়ায় ৩০০ মার্কিন সেনা অংশ নিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েওল।
তিনি বলেছেন, উত্তর করিয়া যদি পরমাণু অস্ত্র ব্যবহারের চেষ্টা করে, তাহলে দক্ষিণ কোরিয়া ও অ্যামেরিকা মিলে প্রতিক্রিয়া জানাবে, যার ফলে উত্তর কোরিয়ার শাসকদের পতন হবে।
সূত্র : ডয়েচে ভেলে
মন্তব্য করুন