হঠাৎ করেই ইউক্রেনে গেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সইগু। সেন্টার আর্মি গ্রুপের সম্মুখসারির যোদ্ধাদের সদর দফতরে সৈন্য পরিদর্শনে তিনি ইউক্রেন গেছেন। শুক্রবার (৪ আগস্ট) রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন : এবার ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ছে রাশিয়ায়
ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিদর্শনে গ্রুপ কমান্ডার সইগুকে সংক্ষিপ্তভাবে নিজেদের অবস্থার বিবরণ দেন। এ সময় সইগু লায়মানে অভিযানে সফলতার ধারা অব্যাহত রাখার জন্য সেনাদের ধন্যবাদ দেন।
ইন্টারফ্যাক্স আরও বলছে, সইগু ইউক্রেন থেকে আটক করা সুইডেনের সিভি-৯০ ট্যাংক পরিদর্শন করেছেন। এটি গত শনিবার (২৯ জুলাই) রুশ সেনাবাহিনী আটক করে। এ সময় অভিযানে ইউক্রেনের এক কমান্ডার নিহত হন।
সুইডেন চলতি বছরের জানুয়ারিতে ইউক্রেনকে এ সাঁজোয়া যান দেওয়ার ঘোষণা দেয়। এরপর জুলাইয়ের শুরুতে এ যানটি পৌঁছানোর কথা জানান ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী আলেস্কি রেজনিকভ। মনিটরিং ওয়েবসাইট ওরেক্স জানিয়েছে, কিয়েভে মোট ৫০টি সাঁজোয়া যান পাঠিয়েছে সুইডেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো সদস্যভুক্ত দেশ ও পশ্চিমা বিশ্বের সহযোগিতায় ইউক্রেনের হামলা রুখে দিতে রাশিয়ার পর্যাপ্ত অস্ত্র ও সরঞ্জাম রয়েছে।
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের প্রধান কর্মকর্তা ও চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল ভালেরি গেরাসিমভের সফরের কয়েক দিন পরই প্রতিরক্ষামন্ত্রী সইগু এ অঞ্চল পরিদর্শনে আসলেন। তাদের দুজনকেই এ অঞ্চলে আসতে রাশিয়ার ভাড়াটে সেনাদের (ওয়াগনার) প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের তোপের মুখে পড়তে হয়।
এদিকে গত রোববার (৩০ জুলাই) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ১৭ মাসে গড়ানো ভয়াবহ ইউক্রেন যুদ্ধ এতদিন সীমাবদ্ধ ছিল কিয়েভের মাটিতেই। কিন্তু পাল্টা হামলার মাধ্যমে যুদ্ধটা এখন রাশিয়ায় ঢুকে পড়েছে।
জেলেনস্কির এমন ঘোষণার পর রাশিয়ার চ্যালেঞ্জ বাড়ছে। রাশিয়া অভিযোগ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ইউক্রেনকে সামরিক সহযোগিতা দিয়ে তারা একটি পক্ষ নিয়েছে। যার ফলে কেবল ইউক্রেন নয়, পশ্চিমাদেরও মোকাবিলা করতে হচ্ছে রাশিয়ার।
মন্তব্য করুন