ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু রবিবার নতুন মন্ত্রিসভার তালিকা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাকে পুনরায় নিয়োগ দেওয়ার মাত্র দুদিন পরই এ পদক্ষেপ নেন তিনি। এর মাধ্যমে গত এক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটল প্যারিসে। খবর শাফাক নিউজের।
নতুন সরকারে অভিজ্ঞ রাজনীতিক ও জ্যেষ্ঠ আমলারা স্থান পেয়েছেন। যারা গত সপ্তাহে লেকর্নুর প্রথম সরকার গঠনের চেষ্টায় যারা যুক্ত ছিলেন, তারাও আছেন।
বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন, বাজেটমন্ত্রী আমেলি দ্য মনশালিন ও পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো— এ তিনজনই আগের মন্ত্রিসভায় ছিলেন এবং তারা নিজেদের পদে বহাল থাকছেন।
এ ছাড়া প্রেসিডেন্ট মাখোঁর ঘনিষ্ঠ সহযোগী রোলান লেস্কুরে, যিনি অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনিও তার পদে বহাল থাকছেন।
লেকর্নু বলেন, আমি দায়িত্ববোধ থেকেই ফিরে এসেছি। ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকটের এখনই অবসান ঘটাতে হবে।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, এ বছরের শেষ নাগাদ জাতীয় বাজেট পাস করানো তার সরকারের প্রধান অগ্রাধিকার হবে এবং ফ্রান্সের আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধারই তার মূল লক্ষ্য।
মন্তব্য করুন