পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এবারের শীর্ষ সম্মেলন লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার থেকে দুদিনের এই সম্মেলন শুরু হচ্ছে। এরই মধ্যে সম্মেলেনে যোগ দিতে ভিলনিয়াসে জড়ো হচ্ছেন পশ্চিমা নেতারা।
এবারের সম্মেলনে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ন্যাটোতে যুদ্ধবিধ্বস্ত দেশটির অন্তর্ভুক্তি আলাদা গুরুত্ব পাচ্ছে। একইসঙ্গে সুইডেনের এই জোটে অন্তর্ভুক্তিও গুরুত্ব পাবে।
এবিসি নিউজের খবরে বলা হয়, এই ন্যাটো সম্মেলনে বেশকিছু বিষয় গুরুত্ব পাবে। তবে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু থাকবে ইউক্রেন। যেমন ইউক্রেন যুদ্ধ, সামরিক সহায়তা, নিরাপত্তা গ্যারান্টি, ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি ইত্যাদি। এ ছাড়া ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তি, সদস্য দেশের প্রতিরক্ষা বাজেট, আঞ্চলিক প্রতিরক্ষা পরিকল্পনাসহ আরও বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামীকাল তাদের বৈঠক হতে পারে বলে জানিয়েছে সিএনএন।
সিএনএন বলছে, ইউক্রেন প্রশ্নে পশ্চিমা মিত্রদের জেলেনস্কির পক্ষে ঐক্যবদ্ধ রাখতে কাজ করে যাচ্ছেন বাইডেন। এ জন্য এবারের সম্মেলনেও ইউক্রেন গুরুত্ব পাবে।
এর আগে জেলেনস্কি আশাবাদ ব্যক্ত করেন যে এবারের ন্যাটো সম্মেলন থেকে তার দেশ ন্যাটোর সদস্য হতে পারবে বলে ইঙ্গিত দেওয়া হবে। তবে জেলেনস্কির এই আশায় জল ঢেলে দিয়েছেন বাইডেন। ন্যাটো সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র ত্যাগের আগে তিনি বলেন, ন্যাটোর সদস্য হতে এখনো প্রস্তুত নয় ইউক্রেন।
তবে পশ্চিমা সামরিক জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়ে এরই মধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। তারা বলেছে, ইউক্রেন ন্যাটোর সদস্য হলে ইউরোপের পুরো নিরাপত্তা কাঠামোর ওপর মারাত্মক নেতিবাচক পরিণতি বয়ে আনবে।
এদিকে সুইডেনকে ন্যাটোর সদস্য হিসেবে অনুমোদন দিতে রাজি হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফলে দেশটির ন্যাটোর সদস্যপদ পেতে আর কোনো বাধা রইল না।
গতকাল সোমবার সংবাদ সম্মেলনে মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জানান, সুইডেনকে ন্যাটোর সদস্য করার প্রস্তাব তুর্কি পার্লামেন্টে উত্থাপন করতে সম্মত হয়েছেন এরদোয়ান। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়ামে এরদোয়ান ও সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের মধ্যে এক আলোচনার পর তুরস্ক বিষয়টি সামনে এগিয়ে নিতে সম্মত হয়েছে।
তবে ন্যাটোর শীর্ষ সম্মেলনের জন্য রওনা দেওয়ার আগে গতকাল এরদোয়ান জানান, তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদ দিলেই সুইডেনকে ন্যাটোতে মেনে নেবে আঙ্কারা।
মন্তব্য করুন