কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

বাজারে এল সিএনজিচালিত মোটরসাইকেল

সিএনজিচালিত মোটরসাইকেল ফ্রিডম-১২৫। ছবি : সংগৃহীত
সিএনজিচালিত মোটরসাইকেল ফ্রিডম-১২৫। ছবি : সংগৃহীত

শহরের যানজটে মোটরসাইকেল যেন এক স্বস্তির নাম। কোনো জায়গায় দ্রুত যেতে গেলে, মোটরসাইকেলের বিকল্পই নেই। তবে যদি এমন মোটরসাইকেল বাজারে আসে যা দ্রুতগতির পাশাপাশি বাঁচাবে পকেটের কাঁড়ি কাঁড়ি টাকাও তাহলে কেমন হয়?

এবার তেমনই এক মোটরসাইকেল বাজারে এসেছে। বিশ্বের প্রথম এই সিএনজিচালিত মোটরসাইকেলে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র এক টাকার কিছু বেশি।

দামেও সস্তা আবার মাইলেজও বেশি, বাইকপ্রেমী পছন্দ এমনই মোটরসাইকেল। তাই বাইকপ্রেমীদের জন্য বাজারে এসেছে বিশ্বের প্রথম সিএনজিচালিত মোটরসাইকেল ফ্রিডম-১২৫। ভারতের বাজাজ এই মোটরসাইকেল বাজারে এনেছে। দাম শুরু হয়েছে ৯৫ হাজার রুপি বা ১ লাখ ৩৩ হাজার টাকা থেকে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাইকের মাইলেজ ৩৩০ কিলোমিটার।

বাজাজের ফ্রিডম-১২৫ এ দু’ধরনের জ্বালানি আছে। সিএনজির পাশাপাশি রয়েছে পেট্রল ফুয়েল ট্যাংক। বাইকের সিটের নিচে রয়েছে ২ লিটার সিএনজি সিলিন্ডার। আর ঠিক তার সামনেই রয়েছে ২ লিটার পেট্রল ফুয়েল ট্যাংক।

কোম্পানির দাবি অনুযায়ী, প্রতি কেজি সিএনজিতে ১০২ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। আর প্রতি লিটার তেলে পাওয়া যাবে ৬০ কিলোমিটার মাইলেজ।

বাজাজের দাবি অনুযায়ী, সিএনজি এবং পেট্রল মিলিয়ে মাইলেজ পাওয়া যাবে ৩২৪ কিলোমিটার। যদিও বাস্তবে এটা কমবেশি হতে পারে। তবে মাইলেজের দিক থেকে বাজাজ ১২৫ অন্য মোটরসাইকেলকে পেছনে ফেলবে, এমনটা বলাই যায়। এদিকে সিটের নিচে সিলিন্ডার থাকায় নিরাপত্তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কিন্তু বাজাজের দাবি, ১১ বার সেফটি টেস্টের পরই বাইকটি বাজারে লঞ্চ করা হয়েছে।

শুধু তাই নয় গাড়ির মতো এই মোটরসাইকেলেরও ক্র্যাশ টেস্ট করা হয়েছে। এর মাধ্যমে সিএনজি সিলিন্ডারে কোনো দুর্ঘটনা ঘটবে কি না তা খতিয়ে দেখা হয়। আবার সিএনজি সিলিন্ডার ও ফুয়েল ট্যাংক থাকায় মোটরসাইকেলের ওজন কেমন হবে, তা নিয়েও আগ্রহের শেষ নেই। কিন্তু কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফ্রিডম ১২৫-এর কার্ব ওয়েট ১৪৯ কেজি। ১৭০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ৭৮৫ মিলিমিটার চওড়া সিট রয়েছে মোটরসাইকেলে। সিটের উচ্চতা ৮২৫ মিলিমিটার।

এত কিছুর পাশাপাশি আরও অত্যাধুনিক কিছু ফিচার রয়েছে ফ্রিডম-১২৫ এ। এই মোটরসাইকেলে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, এলইডি লাইটিং, উন্নত সাসপেনশন মতো প্রযুুক্তি রয়েছে। ফ্রিডম-১২৫ এর বেস মডেলের দাম ১ লাখ ৩৩ হাজার টাকা এবং টপ মডেলের দাম ১ লাখ ৫৪ হাজার টাকা ধরা হয়েছে। তাই এখন যাতায়াত যেমন সহজ হবে, তেমনি বাঁচবে পকেটের টাকাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারির তারিখ জানা গেল 

একনজরে বিপিএল নিলামের শীর্ষ ১০ দামি ক্রিকেটার

সুটকেসে মিলল আলোচিত বিউটি ইনফ্লুয়েন্সারের লাশ

এই প্রথম বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপির রায় আজ

১৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিল্টন গ্রেপ্তার

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

টানা ৭ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

জ্যেষ্ঠ সাংবাদিক ইব্রাহিম আজাদ আর নেই

বিপিএল নিলাম: কোন দল কত টাকা খরচ করল

পয়েন্ট হারাল রিয়াল, জিতল লিভারপুল

১০

স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশের সঙ্গে সেলফি

১১

কালবেলার সাংবাদিক শাকিল ফারুকের বাবা মারা গেছেন

১২

ক্ষুব্ধ জয়া বচ্চন

১৩

আজ বিশ্ব এইডস দিবস

১৪

সকালবেলার এই ৯ অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে

১৫

পুকুরে মিলল অন্তঃসত্ত্বা গৃহবধূর বস্তাবন্দি মরদেহ

১৬

বার্ষিক, নির্বাচনী ও বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়ার নির্দেশ

১৭

শতাব্দীর ইতিহাসের বিরল সূর্যগ্রহণ দেখা যাবে যেসব এলাকায়

১৮

সাতসকালে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

১৯

বিজয়ের মাস শুরু

২০
X