কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে হামলার পর মোদিকে ফোন করে কী বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। পুরোনো ছবি
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। পুরোনো ছবি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় শোকাহত গোটা ভারত। খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এমন সময় মোদিকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকে ফোন করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক এক্স বার্তায় ওই ফোন কলের কথা উল্লেখ করেন। জয়সোয়াল বলেন, ট্রাম্প এই হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরে হামলার ঘটনায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। তিনি লিখেন, ‘কাশ্মীর থেকে বিরক্তিকর খবর পেয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা দৃঢ়ভাবে ভারতের পাশে আছে। যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং গভীর সহানুভূতি রয়েছে। আমাদের হৃদয় আপনাদের সবার সঙ্গে আছে।’

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। তবে স্থানীয় কয়েকটি সূত্রের মতে, হামলায় নিহত হয়েছেন অন্তত ২৯ জন ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাহালগামের বৈসরান ভ্যালির উপরের মাঠে গুলির শব্দ শোনা গেছে। এলাকাটি শুধু পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে চড়ে পৌঁছানো যায়। সন্ত্রাসীরা সাধারণ পোশাকে মানুষের সঙ্গে মিশে ছিল বলে ধারণা করা হচ্ছে এবং এটি একটি টার্গেটেড হামলা বলেই মনে করা হচ্ছে।

হামলার পরপরই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গোয়েন্দা ব্যুরোর প্রধান তপন যেকা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন উপস্থিত ছিলেন। এছাড়া সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত এবং কিছু সেনা কর্মকর্তাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গেও কথা বলেছেন অমিত শাহ।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানান, সন্ত্রাসীদের ধরতে বিরাট সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করা হয়েছে। পাহালগামে হামলাকারীদের তাদের জঘন্য কাজের কঠিন মূল্য দিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

এনআইডি জালিয়াতি অভিযোগ, নির্বাচন কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আ.লীগের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট : নাসীরুদ্দীন

মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন

নারী সেনা কর্মকর্তা সেজে প্রেমের ফাঁদ, অতঃপর...

ছেলের কাছে চঞ্চল চৌধুরীর অনুরোধ

প্রাথমিকের শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ

বাঘ ধরতে গিয়ে বিপদে পুলিশ, ভিডিও ভাইরাল

রাবিতে ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলোজি’ কনফারেন্স শুরু শুক্রবার

হাথুরুসিংহের কাছে যাওয়া নিয়ে মুখ খুললেন সাদমান ইসলাম

১০

দুই শিশুর উইপোকা খাওয়ার দৃশ্য ভাইরাল

১১

অস্বাস্থ্যকর পরিবেশে কেমিক্যাল মেশানো খাদ্যপণ্য বিক্রি, অতঃপর...

১২

ইরানে হেরন ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন

১৩

আ.লীগের নাশকতার প্রতিবাদে খুলনায় শিবিরের বিক্ষোভ

১৪

বিএনপি নেত্রীকে পেটানোর অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে

১৫

সমুদ্র বিলাসে প্রভা

১৬

জাহানারার অভিযোগ নিয়ে বিসিবির তদন্ত কমিটি এখন পাঁচ সদস্যের

১৭

কাঁচা, পাকা নাকি মজে যাওয়া— কোন ধরনের কলা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো?

১৮

কাজ করতে এসেছি, প্রতিশ্রুতি নয় : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

‘দেশি মুরগি খেতে না পারা’ আলোচিত সেই শিক্ষিকা সম্পর্কে যা জানা গেল

২০
X