কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের পক্ষে ভারতের দুই কোটি শিখ, হুঙ্কার

শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। ছবি : সংগৃহীত
শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। ছবি : সংগৃহীত

চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন খালিস্তান আন্দোলনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসা এই নেতা এক বিবৃতিতে জানান, ‘দুই কোটি শিখ সম্প্রদায় পাকিস্তানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানের দিকে সামরিক অভিযান চালাতে দেওয়া হবে না।’

দ্য এক্সপ্রেস ট্রিবিউন এবং জিও নিউজের প্রতিবেদনে পান্নুনের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়, শিখ ও অন্য সংখ্যালঘুদের ওপর ভারতের নিপীড়ন বর্তমান সময়ে সর্বজনবিদিত হয়ে উঠেছে। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি ১৯৬৫ বা ১৯৭১ সালের মতো নয়; এটি ২০২৫ সাল। আজকের যুগে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন আর মেনে নেওয়া হবে না।’

পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পান্নুন পাকিস্তানের ঐতিহ্য ও নীতির প্রশংসা করেন। তিনি বলেন, ‘পাকিস্তান একটি পবিত্র ভূমি, যারা কখনো আগ্রাসন শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না।’ এর বিপরীতে তিনি ভারতের নেতৃত্বের কঠোর সমালোচনা করেন, বিশেষ করে সংখ্যালঘুদের প্রতি দেশটির বৈষম্যমূলক আচরণের কথা তুলে ধরেন।

ভারতীয় নেতাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে পান্নুন বলেন, আগ্রাসনকারীরা কখনোই টিকে থাকতে পারে না- সেটা ইন্দিরা গান্ধী হোক, নরেন্দ্র মোদি হোক বা অমিত শাহ হোক। তিনি বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার দাবি জানান।

পান্নুন আরও অভিযোগ করেন, ভারত সরকার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় একটি ‘ভুয়া হামলা’ সংগঠিত করেছে। তার দাবি, সরকার ইচ্ছাকৃতভাবে নিজেদের হিন্দু নাগরিকদের হত্যা করছে যাতে এ ঘটনাগুলোকে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ এবং দেশের ভেতর ভোটের রাজনীতিতে সুবিধা নেওয়া যায়।

তিনি বলেন, ভারতের বর্তমান সরকার শুধু রাজনৈতিক ফায়দা এবং ভোট লাভের জন্য নিরীহ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এটি অমানবিক ও ঘৃণ্য কাজ।

ভারত ও পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা ক্রমেই বাড়ছে, তখন খালিস্তান নেতা পান্নুনের এই বিবৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া ভারতের অভ্যন্তরেও এ ধরনের মন্তব্য নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্তমানে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং শিখ সম্প্রদায়ের এমন স্পষ্ট অবস্থান ভবিষ্যতে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে একটি নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি রাজনৈতিক দল জোট বানিয়ে গণভোটের চাপ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি মনজুরুলের

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ট্রাকের ধাক্কায় বিএনপির ২ নেতা নিহত 

ছাত্রদল নেতা তারিকের ব্যতিক্রমী কর্মসূচি

ওমরাহ পালনে সৌদি গেলেন সারজিস

পর্যটকশূন্য হাওরে থমকে গেছে জীবন 

কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইটের ধাক্কায় কুকুরের মৃত্যু

ট্রাম্পের অনুষ্ঠানে মাথা ঘুরে পড়ে গেলেন ওষুধ কোম্পানির প্রতিনিধি

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : শফিকুল আলম

১০

জিয়াউর রহমানের বিএনপির মতোই এখন জনপ্রিয় জামায়াত : তাহের

১১

নদীতে জাল ফেলা নিয়ে বিরোধে প্রাণ গেল জেলের

১২

হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

গণসংযোগে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে আনা হয়েছে ঢাকায়

১৪

কৃষকের কামড়ে প্রাণ গেল সাপের

১৫

ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী গুরুতর অসুস্থ

১৬

সেনাপ্রধান ও নির্বাচন নিয়ে অপপ্রচার, যা জানাল সেনাবাহিনী

১৭

ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ

১৮

বিএনপির গণসংযোগে গুলি : সরোয়ার হত্যার ২ আসামি গ্রেপ্তার

১৯

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪

২০
X