কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারতের দিকে ১৩০ পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করা আছে’

পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে এবার ভয়াবহ হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান এবং ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আব্বাসি ঘোষণা করেছেন, পাকিস্তানের ১৩০টিরও বেশি পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধু ভারতকে নিশানা করে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এসব ক্ষেপণাস্ত্র তোমাদের (ভারতীয়দের) দিকেই তাক করা আছে। এগুলো এমনি এমনি সাজিয়ে রাখা হয়নি।’

বিশ্লেষকরা বলছেন, দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের এমন বক্তব্য দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

পাকিস্তানের সামরিক নীতিমালা ‘ফুল স্পেকট্রাম ডিটারেন্স’ মূলত যে কোনো ধরনের ভারতীয় আক্রমণ প্রতিরোধে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথ সুগম করেছে। এর লক্ষ্য, ভারতীয় সামরিক নীতির সম্ভাব্য আগ্রাসন ঠেকানো এবং পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা করা।

অন্যদিকে, ভারতের ‘কোল্ড স্টার্ট ডকট্রিন’ পরিকল্পিত হয়েছে সীমিত আকারে দ্রুতগতির সামরিক অভিযান চালানোর উদ্দেশ্যে। বিশেষজ্ঞদের মতে, এই বিপরীতমুখী সামরিক কৌশলগুলো দুই দেশের মধ্যে যে কোনো সংঘর্ষের দ্রুততর বিস্তার ঘটাতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক প্রাণঘাতী হামলার ঘটনায় নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করেছে। যদিও ভারত সরকার এখনো কোনো দৃশ্যমান প্রমাণ আন্তর্জাতিক মহলের সামনে উপস্থাপন করেনি, তারা অতীতের উদাহরণ দেখিয়ে দাবি করেছে, পাকিস্তান ভারতবিরোধী সন্ত্রাসী সংগঠনগুলোর দীর্ঘদিনের পৃষ্ঠপোষক। এ ধরনের অভিযোগ দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও তিক্ত করে তুলেছে।

বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি গোটা বিশ্বের জন্যই এক ভয়াবহ হুমকি। অতীতে যখনই ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ বা সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে উত্তেজনা বেড়েছে, আন্তর্জাতিক মহল শান্তির আহ্বান জানিয়েছে। এবারও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আঞ্চলিক শক্তিগুলো দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।

তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনকার পরিস্থিতিতে যদি সংঘাতের সূত্রপাত হয়, তাহলে তা সীমিত পর্যায়ে না থেকে পূর্ণমাত্রার যুদ্ধ বা নিয়ন্ত্রণের বাইরে পারমাণবিক সংঘর্ষে রূপ নিতে পারে, যার পরিণতি ভয়াবহ হতে পারে পুরো বিশ্ববাসীর জন্যই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার নায়কের মাঝে শাবনূর

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

‘ভেতরের সিদ্ধান্ত জানি না, তবে বিশ্বকাপে খেলতে চাই’

প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পদ হারালেন ছাত্রশক্তি নেতা 

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

শিগগিরই তাপমাত্রার সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে, এরপর কী হবে?

রাজধানীতে দুই বাসের চাপায় নিহত ১

১০

কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন, ভোটের মাঠে ৮০ প্রার্থী

১১

নির্দেশনা থাকলেও মানেননি ফেনীতে জোটের এই ৪ প্রার্থী

১২

বিপিএল মাতাতে ঢাকায় কেন উইলিয়ামসন

১৩

ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোয়া-মোনাজাত

১৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট / বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিল পিসিবি

১৫

ধানুশ ম্রুনালের তালিকার কততম প্রেমিক?

১৬

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে মারামারি

১৭

যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রথম আসামির আত্মসমর্পণ

১৮

সেনাপ্রধানের সঙ্গে ইতালি প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

বাবার কোলে এই ছোট্ট মেয়েটি এক নায়কের স্ত্রী; চিনতে পারছেন?

২০
X