কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু

দ্বিতীয় দফার ভোটের হেভিওয়েট প্রার্থীরা। ছবি : সংগৃহীত
দ্বিতীয় দফার ভোটের হেভিওয়েট প্রার্থীরা। ছবি : সংগৃহীত

ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে এই ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট। দ্বিতীয় দফায় কেরালার ২০টি লোকসভা আসনের সবগুলোতে ভোট হচ্ছে। এ ছাড়া কর্ণাটকের ১৪, রাজস্থানের ১৩, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি করে, বিহার ও আসামের ৫টি করে লোকসভা কেন্দ্র রয়েছে এ তালিকায়। উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের একটি করে লোকসভা আসনও। আজ দ্বিতীয় দফার এ নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর দিকে নজর থাকবে সবার। খবর এনডিটিভির। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দ্বিতীয় দফায় মোট ১ হাজার ২০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ওপর সবার নজর। রাহুল গান্ধী: সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কেরালার ওয়েনাড লোকসভা আসন থেকে ফের নির্বাচনে লড়ছেন। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইর অ্যানি রাজা এবং কেরালা রাজ্য বিজেপির সভাপতি এনডিএ জোটের কে সুরেন্দ্রন। শশী থারুর: কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর ফের কেরালার তিরুবনন্তপুরম লোকসভা আসনের প্রার্থী হয়েছেন। তিনি এ আসন থেকে তিনবার লোকসভার এমপি নির্বাচিত হন। বিজেপি তার বিরুদ্ধে প্রার্থী করেছে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে। এ ছাড়া বামজোট থেকে পানিয়ান রবীন্দ্রন প্রার্থী হয়েছেন। ওম বিড়লা: লোকসভার স্পিকার ওম বিড়লা আবারও রাজস্থানের কোটা আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে প্রহ্লাদ গুঞ্জালকে প্রার্থী করেছে কংগ্রেস। মহেশ শর্মা: উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর লোকসভা আসনে বিজেপির মহেশ শর্মার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবাদী পার্টির মহেন্দ্র সিং নগর এবং বিএসপির রাজেন্দ্র সিং সোলাঙ্কি।

হেমা মালিনী: কংগ্রেসের মুকেশ ধানগার উত্তর প্রদেশের মথুরা লোকসভা আসন থেকে অভিনেত্রী, বর্তমান সংসদ সদস্য তথা বিজেপি প্রার্থী হেমা মালিনীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অরুণ গোভিল: উত্তর প্রদেশের মিরাট লোকসভা আসনে বিজেপির অরুণ গোভিল মুখোমুখি হচ্ছেন সমাজবাদী পার্টির সুনিতা ভার্মা। অরুণ গোভিল নব্বইয়ের দশকে রামায়ণ সিরিয়ালে রামের চরিত্রে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পান।

প্রহ্লাদ যোশী: কর্নাটকের ধারওয়াড় লোকসভা আসন থেকে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির প্রহ্লাদ যোশীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী ডিঙ্গলেশ্বর স্বামী।

নবনীত রানা: তেলেগু চলচ্চিত্রের তারকা অভিনেত্রী নবনীত রানা মহারাষ্ট্রের অমরাবতী লোকসভা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি সর্বশেষ লোকসভা নির্বাচনে এখান থেকে এমপি নির্বাচিত হন। এবার তার বিরুদ্ধে ওয়াংখেড়েকে মাঠে নামিয়েছে বিজেপি জোট।

উল্লেখ্য, এর আগে গত ১৯ এপ্রিল ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে লোকসভার প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ভোট পড়ে প্রায় ৬৩ শতাংশ। এবার লোকসভা নির্বাচন হবে সাত ধাপে। চলবে প্রায় দুই মাস ধরে। ভোট পর্ব শেষ হবে ১ জুন। ৪ জুন ভোটের ফল ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর...

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি

দাম কমলো ইন্টারনেটের

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

১০

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

১১

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

১২

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

১৩

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

১৪

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

১৫

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

১৬

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

১৭

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

১৮

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

১৯

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

২০
X