কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার স্থগিত হচ্ছে নাইডুর শপথ অনুষ্ঠান

এনডিএ জোটের অন্যতম শরীক চন্দ্রবাবু নাইডু। ছবি : সংগৃহীত
এনডিএ জোটের অন্যতম শরীক চন্দ্রবাবু নাইডু। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের তারিখ পরিবর্তন হতে যাচ্ছে। আগামী শনিবার (০৮ জুন) শপথের তারিখ ঘোষণা করা হলেও তা পরিবর্তিত হয়ে রোববার (০৯ জুন) এ অনুষ্ঠান হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের পর এবার অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর শপথের তারিখও পরিবর্তন হতে যাচ্ছে। বৃহস্পতিবার (০৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডুর শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী রোববার (০৯ জুন) তার শপথ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে এ অনুষ্ঠানের তারিখ পরিবর্তিত হতে পারে। আগামী বুধবার (১২ জুন) তার শপথ অনুষ্ঠানের তারিখ পুননির্ধারণ করা হতে পারে। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা যোগ দেবেন। এসব অতিথিদের ভারতে পৌঁছানোর সময়সূচির বিষয়টি মাথায় রেখে এ তারিখ একদিন পিছিয়ে রোববার সন্ধ্যায় নির্ধারণ করা হয়েছে।

টিডিপির মুখপাত্র কে পাত্তবি রাম বলেন, রাজ্যের রাজধানী অমরাবতীতে মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাড়াহুড়ো করে শপথ নিতে নাইডু অমরাবতী যেতে চান না। নিজের শপথ অনুষ্ঠানে বিজেপির অনেক নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, নাইডু সম্ভবত ১২ জুন শপথ নেবেন। আগামীকাল ৭ জুন তিনি দিল্লিতে এনডিএ জোটের বৈঠকে যোগ দেবেন। এরপর রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানেও থাকবেন তিনি। এরপর অমরাবতী ফিলে ১২ জুন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন।

গত মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ২০১৪ এবং ২০১৯ সালের মতো সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ।

ভারতের সংবিধান অনুসারে, দেশটিতে মোট ৫৪৫টি সংসদীয় আসন রয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ আসন। এ নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসন পেয়েছে। এ ছাড়া তাদের নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২ আসন।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিজেপি ৩২ আসন কম পেয়েছে। এরমধ্যে টিডিপি আর জেডিইউর দখলে রয়েছে ২৮ আসন। ফলে সরকার গঠনে জোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তারা।

আসন সংখ্যার হিসাব অনুসারে, সবকিছু ঠিকঠাক থাকলে এনডিএ জোট সরকার গঠন করতে চলেছে। আর আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আগামী রোববার তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভারতে জওহরলাল নেহরুর পরে তিনিই দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: লোকসভা নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, থাকছে যেসব কর্মসূচি

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

১০

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

১১

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

১২

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

১৩

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

১৪

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

১৫

ঝড়ো ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

১৬

টঙ্গীতে ২ থানার ওসি একযোগে বদলি

১৭

তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব : হুমায়ূন কবির

১৮

সোবোশ্লাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে আর্সেনালকে হারাল লিভারপুল

১৯

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী

২০
X