কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০১:২১ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আরেক দেশ থেকে ইসরায়েলে রকেট হামলা

লেবানন ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় ধোঁয়া। ছবি : সংগৃহীত
লেবানন ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় ধোঁয়া। ছবি : সংগৃহীত

লেবাননে স্থল অভিযানের মধ্যে আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা হয়েছে। ইরানপন্থি একটি গোষ্ঠী এ হামলা চালিয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরাকের ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ ইসরায়েলি অবস্থানের পাশাপাশি অধিকৃত গোলান মালভূমিতে তিনটি ড্রোন হামলা চালিয়েছে।

গোষ্ঠীটির পক্ষ থেকে এ দাবি করা হলেও ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে সোমবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। একদিনে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১৭৫টি রকেট নিক্ষেপ করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, সবশেষ নাহারিয়া, হাইফা, অ্যাক্রি, কেরায়ত এবং হাইফার উত্তর-পূর্বাঞ্চলে সোমবার সন্ধ্যায় ৪০টি রকেটের একবটি ব্যারেজ নিক্ষেপ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে একটি রকেট অ্যাক্রির কাছাকাছি এলাকায় স্টিল উৎপাদন কেন্দ্রের কাছাকাছি পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে হামলার কথা বলা হলেও কতগুলো আটকানো হয়েছে বা কোথায় কোথায় তা পড়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

সোমবার সকালে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস জানিয়েছে, যুদ্ধের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা তেলআবিবে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, খান ইউনিস থেকে অন্তত পাঁচটি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে।

এদিকে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে। তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। গত সাত দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। ইরান প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলআবিব।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে।

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে; কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে। মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়। আকাশ ধুলাবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে ওই দৃশ্য দেখা যায়। এ হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এ হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর আসে।

তারও এক সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীটিকে লক্ষ্য করে পর পর অসংখ্য ওয়াকি-টকি এবং পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে ৩২ জন নিহত এবং তিন হাজার জনের বেশি মানুষ আহত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ থাকছে যেসব কর্মসূচি

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

১০

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

১১

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

১২

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

১৩

ঝড়ো ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

১৪

টঙ্গীতে ২ থানার ওসি একযোগে বদলি

১৫

তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব : হুমায়ূন কবির

১৬

সোবোশ্লাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে আর্সেনালকে হারাল লিভারপুল

১৭

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী

১৮

তারেক রহমানকে ঘিরেই রাজনীতিতে পরিবর্তন আনতে চায় বিএনপি

১৯

চীন থেকে ফিরেই নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিসরা

২০
X