নাগরিকদের যত দ্রুত সম্ভব লেবানন ত্যাগ করার নির্দেশ দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে সংঘাতপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলারও নির্দেশ দিয়েছে দেশটি।
গত শুক্রবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে (বর্তমান নাম এক্স) পোস্ট করা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে লেবাননের সৌদি দূতাবাস।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি নাগরিকদের সংঘাতপূর্ণ এলাকাগুলো ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে দূতাবাস। তবে লেবাননের ঠিক কোন কোন এলাকার বিষয়ে সতর্ক করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি দূতাবাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদির শান্তি সম্মেলন শুরু
শনিবার লেবাননে অবস্থান করা কুয়েতিদের সতর্ক করে একই ধরনের বিবৃতি দিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে তারা বলছে, লেবাননের কুয়েতি নাগরিকদের সতর্ক থাকতে হবে। নিরাপত্তাজনিত ইস্যু রয়েছে, এমন এলাকাগুলো এড়িয়ে চলতে হবে। তবে তাদের লেবানন ছাড়ার বিষয়ে কিছু বলেনি মন্ত্রণালয়।
এর আগে গত ১ আগস্ট ব্রিটিশ নাগরিকদের প্রয়োজন ছাড়া লেবাননের দক্ষিণের ফিলিস্তিনি শরণার্থী শিবির এলাকা না ভ্রমণ করতে আহ্বান জানায় যুক্তরাজ্য।
গত জুলাইয়ে লেবাননের আইন আল-হিলওয়েহ শরণার্থী শিবিরে ফাতাহ মুভমেন্ট ও প্রতিদ্বন্দ্বী ইসলামি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৩ জন প্রাণ হারান।
মন্তব্য করুন