কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ভয়ংকর মার্কিন যুদ্ধবিমান এফ-১৫

এফ-১৫ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
এফ-১৫ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার বাড়ার মধ্যে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইসরায়েল। দুই ডজনের বেশি যুদ্ধবিমান কিনেছে দেশটি। এরইমধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধবিমান পৌঁছে গেছে।

শুক্রবার (০৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আমেরিকান এফ-১৫ যুদ্ধবিমান বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ওয়াশিংটন ইরানকে সতর্ক করে এই অঞ্চলে অতিরিক্ত শক্তি মোতায়েনের ঘোষণা করার পর এগুলো মধ্যপ্রাচ্যে এসেছে।

মধ্যপ্রাচ্যে সামরিক কমান্ড সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আজ, ইউএস এয়ার ফোর্স এফ-১৫ই স্ট্রাইক ঈগলের ৪৯২তম ফাইটার স্কোয়াড্রন, আরএএফ লেকেনহেথ ইউএস সেন্ট্রাল কমান্ড এলাকায় পৌঁছেছে। এর আগে গত ১ নভেম্বর যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে তারা মধ্যপ্রাচ্যে বোমারু বিমান, যুদ্ধবিমান এবং ট্যাঙ্কার বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী সরঞ্জাম পাঠাবে।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, ইরান, তার অংশীদার বা তার প্রক্সিরা যদি এই মুহূর্তটি আমেরিকান কর্মীদের বা অঞ্চলকে টার্গেট করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেবে।

এদিকে ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ২৫টি অত্যাধুনিক এফ-১৫ মার্কিন যুদ্ধবিমান কিনতে চলেছে। এ জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। এসব বিমানের জন্য পাঁচ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থ ব্যয় করবে তারা।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে,প্রতিরক্ষা মন্ত্রণায় গত বুধবার (০৬ নভেম্বর) পরবর্তী প্রজন্মের এফ-১৫ যুদ্ধবিমান কেনার জন্য একটি বিশাল চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির অধীনে আমেরিকান কোম্পানি বোয়িং দ্বারা নির্মিত ২৫টি উন্নত যুদ্ধবিমান ক্রয় করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সহায়তা তহবিল থেকে এ জন্য প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়া হবে। এ ছাড়া এতে ভবিষ্যতে আরও অতিরিক্ত ২৫টি বিমান কেনার একটি বিকল্প রাখা হয়েছে।

এফ-১৫ যুদ্ধবিমানের দৈর্ঘ্য ১৯ দশমিক ৪৫ মিটান এবং প্রস্থ ১৩ দশমিক ০৫ মিটার ও উচ্চতা ৫ দশমকি ৬৪ মিটার। দুই আসনবিশিষ্ট এ বিমানের খালি অবস্থায় ওজন ১৪ হাজার ৫০০ কেজি আর সর্বোচ্চ ধারণক্ষমতা ৩৭ হাজার কেজি। অত্যাধুনিক এ বিমানটি ২২ ফুট লম্বা পর্যন্ত হাইপারসনিক অস্ত্র ছুড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১০

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১১

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

১২

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

১৩

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১৪

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১৫

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১৬

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৭

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৮

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৯

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

২০
X