কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

গাজাকে হিরোশিমা-নাগাসাকির সঙ্গে তুলনা করলেন ব্রিটিশ চিকিৎসক

পারমাণবিক বোমা বিস্ফোরণ এবং গাজার ধ্বংসস্তূপ। ছবি : সংগৃহীত
পারমাণবিক বোমা বিস্ফোরণ এবং গাজার ধ্বংসস্তূপ। ছবি : সংগৃহীত

কিছুদিন আগেই গাজার নাসের হাসপাতাল পরিদর্শন করেছেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সার্জন ডা. নিজাম মামোদ। এরপর তিনি স্বচক্ষে গাজায় কী দেখেছেন তা যুক্তরাজ্যের আন্তর্জাতিক ডেভেলপমেন্ট কমিটির কাছে তুলে ধরেন তিনি। অধিকৃত গাজাকে তিনি জাপানের হিরোশিমা ও নাগাসাকির সঙ্গে তুলনা করেছেন।

সম্প্রতি আলজাজিরা মিডিয়া নেটওয়ার্কের এজে প্লাস ওই সার্জনের বক্তব্য প্রচার করে। বক্তব্যকালে তাকে বেশ বিমর্ষ দেখা গেছে।

চারদিকে ধ্বংস, যতদূর চোখ যায় মাইলের পর মাইল মাটির সঙ্গে মিশে গেছে ভবন। কিছুই জন্মাচ্ছে না। কোনো মানুষ নেই। এদিক-সেদিক কিছু লুটেরা ছাড়া আর কেউ নেই। গাজায় থাকাকালে ক্ষণে ক্ষণে ড্রোনের শব্দ ভেসে আসায় মামোদ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।

তিনি বলেন, এটা বিপদের প্রতিনিধিত্ব করে। সব সময়ই বিপদ ছিল সেখানে। এ ছাড়া আর যে শব্দ কানে ভেসে আসত, তা ছিল বোমা। এক মাস আমি সেখানে ছিলাম। প্রতি এক বা দুই ঘণ্টা পর পর সেখানে বোমার বিস্ফোরণ শুনতাম।

এমনকি মেডিকেলসামগ্রী গাজার ভেতর নিয়ে যেতে দেওয়া হয়নি তাদের। সীমান্তেই সেগুলো পড়েছিল। ডা. মামোদ বলেন, ব্যথানাশকের অভাবে অপারেশনের পর রোগীদের প্যারাসিটামল খেতে হচ্ছে।

ব্রিটিশ এই ডাক্তার বলেন, ব্যক্তিগত ব্যবহারের বাইরে আমাদের কোনো মেডিকেলসামগ্রী নিতে দেওয়া হয়নি। তখন আমি জানতে চাই, কিছু লোকের জন্য থাইরয়েডের ওষুধ নেওয়া যাবে কিনা? আমাকে এসব ওষুধ নিতে দেওয়া হয়নি। এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে।

শুধু মেডিকেলসামগ্রী নিতেই বাধা দেওয়া হচ্ছে না। পাশাপাশি বেসামরিক ব্যক্তিদের তুলেও নিয়ে যাচ্ছে ইসরায়েল। তেল আবিব কখনও সশস্ত্র ড্রোনের বিষয়টি স্বীকার করেনি। তবে কিছু মিডিয়ার প্রতিবেদনে এ ধরনের ড্রোনের খবর উঠে এসেছে।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার থেকেও এ ধরনের বক্তব্য এসেছে। তিনি জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের টোকিওতে যে পরিমাণ বোমা ফেলা হয়েছে তার চেয়ে গাজায় ইসরায়েলি বাহিনী বেশি বোমা ফেলেছে।

ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা বা ইউএনআরডব্লিউএর স্বাস্থ্য পরিচালক সেতা আকিহিরোর কাছ থেকে তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইশিবা এ মন্তব্য করেন।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার নিন্দা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তিনি অবরুদ্ধ উপত্যকাটির বর্তমান পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং এটিকে হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, এটি হৃদয়বিদারক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিওতে মার্কিন বিমান হামলার তুলনায় গাজায় বহুগুণ বেশি বোমা ফেলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

 বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

২৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শুটিংয়ের প্রলোভনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

লবণ নাকি চিনি, কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

১০

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

১১

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

১২

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

১৩

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

১৪

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

১৫

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

১৬

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

১৭

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১৮

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১৯

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

২০
X