

ফিলিস্তিনের গাজায় ঘোষিত যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনী আবারও হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ গাজা উপকূলীয় শহর খান ইউনুসের পূর্বে বানি সুউহাইলা রাউন্ডআবাউটের কাছে একটি স্কুলকে লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ইসরায়েল।
বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। সংবাদমাধ্যমটি স্থানীয় সূত্রে ঘটনাটি যাচাই করেছে।
এদিকে, এর আগে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের আরেকটি হামলায় অন্তত একজন নারী নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে আলজাজিরার আরবি সহকর্মীদের জানিয়েছে স্থানীয়রা।
গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে, যা চুক্তি লঙ্ঘনেরই আরেকটি দৃষ্টান্ত বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।
মন্তব্য করুন