কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১০:৪৩ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতাকামী গোষ্ঠীর বিরুদ্ধে গাজায় বিক্ষোভ

ফিলিস্তিনিদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনিদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনি। গাজার ক্ষমতা থেকে হামাসের সরে যাওয়ার দাবিতে তারা এই বিক্ষোভ করেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম গাজায় বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তারা স্বাধীনতাকামী গোষ্ঠীকে ভূখণ্ডের শাসন ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি জানিয়েছে।

তবে ফিলিস্তিনি যোদ্ধারা বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করেছে এবং জোরপূর্বক ছত্রভঙ্গ করে দিয়েছে। হামাসের সমর্থকরাও বিক্ষোভ দমাতে চেষ্টা করেন। তারা বিক্ষোভের তাৎপর্যকে খাটো করে দেখেছেন এবং অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় দেশটিতে প্রাণ গেছে ৬ জনের। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত আরেক দেশ ইয়েমেনেও মার্কিন বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ১৪৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন আহত হয়েছেন।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি উল্লেখ করেছে। তারা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে।

অন্যদিকে মার্কিন হামলা উপেক্ষা করে ইয়েমিনিরা পঞ্চমবারের মতো ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জানিয়েছেন, ইয়েমেনিদের ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন জাহাজগুলো ব্যয়বহুল পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছে।

ফিলিস্তিনের অসহায় জনগণের ওপর অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় ইয়েমিনিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ বিষয়ে মাইক ওয়াল্টজ বলেন, ‘ইয়েমেনিদের হামলার ফলে তিন-চতুর্থাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ ও ব্যয়বহুল পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছে।

ওয়াল্টজ সিবিএস নিউজকে জানিয়েছেন, ৭৫ শতাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ এখন সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে যেতে হচ্ছে। তাদের একটি ডেস্ট্রয়ার যখন শেষবার ইয়েমেনের কাছের প্রণালি দিয়ে গিয়েছিল তখন এটি ২৩ বার আক্রমণের শিকার হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখে বিদেশি কাগজে বাংলাদেশি, টিউলিপের দ্বৈত রূপ!

পারভেজ হত্যা, সেই দুই ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা

মেন্টরস’ স্টাডি অ্যাব্রোড এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে স্টাডি ইন দ্য ইউকে এক্সপো

উড্ডয়নের মুহূর্তে উড়োজাহাজে আগুন, রক্ষা পেলেন ২৯৪ যাত্রী

টিকটকের পরিচয়ে বিয়ে, নামাজের কথা বলে উধাও স্বামী

২০ ঘণ্টা অনশনে শিক্ষার্থীরা, অসুস্থ হলেও টলছে না কুয়েট প্রশাসন

গিলেস্পি ও পিসিবির দ্বন্দ্ব গড়ালো আইসিসিতে

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের পর ছাত্রদল কমিটি বিলুপ্ত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক / তাড়াহুড়ো করে আলোচনা শেষ করতে চায় না বিএনপি

সিলেটে টেস্ট / টানা বৃষ্টির পর অবশেষে জানা গেল খেলা শুরুর সময়

১০

আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

১১

তৃতীয় দফায় যে দেশে মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন-তেহরান

১২

এটিএম আজহারের মুক্তিতে দেরি, বিস্মিত-ব্যথিত জামায়াত

১৩

আটক ভুয়া এনএসআই সদস্য সাবেক ছাত্রলীগ নেতা

১৪

কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের

১৫

কমিটিতে আসার এক মাসের মধ্যেই ছাত্রদলের ২ নেতাকে শোকজ

১৬

ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস 

১৭

বিশ্লেষণ / লেজার অস্ত্রে কেন এত ঝুঁকছে ইরান

১৮

হলে কড়া গার্ড, গণিত পরীক্ষা খারাপ হওয়ায় কেন্দ্র ভাঙচুর

১৯

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি পেছাল

২০
X