বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রিসিশন মেডিসিন : চিকিৎসার নতুন যুগের দ্বারপ্রান্তে

‘ওয়ার্কশপ অন মলিকুলার ডায়াগনসিস অ্যান্ড প্রিসিশন মেডিসিন’ শীর্ষক কর্মশালা। ছবি : কালবেলা
‘ওয়ার্কশপ অন মলিকুলার ডায়াগনসিস অ্যান্ড প্রিসিশন মেডিসিন’ শীর্ষক কর্মশালা। ছবি : কালবেলা

চিকিৎসায় নির্ভুলতা আনতে ও রোগ নির্ণয়ে আধুনিক মলিকুলার প্রযুক্তির ব্যবহার বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শনিবার (৩ মে) স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগ এবং হিউম্যান জেনেটিকস রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (এইচজিআরটিসি) যৌথ আয়োজিত এক বৈজ্ঞানিক কর্মশালায় বক্তারা নতুন সম্ভাবনার কথা জানান। কর্মশালার শিরোনাম ছিল- ওয়ার্কশপ অন মলিকুলার ডায়াগনসিস অ্যান্ড প্রিসিশন মেডিসিন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। এসময় তিনি বলেন, আমরা যদি প্রিসিশন মেডিসিন ও মলিকুলার ডায়াগনসিসকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে স্বাস্থ্যখাতে নতুন এক বিপ্লব ঘটবে। গবেষণায় বিনিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করে তোলা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইবনে সিনা হাসপাতাল, মালিবাগ শাখার ম্যানেজার (অ্যাডমিন ও ইনচার্জ) কাজী মো. মহিউদ্দিন কাইয়ুম এবং বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান। কর্মশালায় সভাপতিত্ব করেন অণুজীব অনুষদের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েট প্রফেসর মো. আফতাব উদ্দিন। কর্মশালায় ডাক্তার, বায়োকেমিস্ট, বায়োটেকনোলজিস্টসহ লাইফ সায়েন্সের নানা শাখার গবেষণায় আগ্রহী শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন।

কর্মশালায় এইচজিআরটিসি’র প্রতিষ্ঠাতা মো. আরিফুর রহমান বলেন, জেনেটিক রোগ নির্ণয়ে আগাম পর্যায়ে সনাক্তকরণ এবং টার্গেটেড থেরাপির জন্য মলিকুলার প্রযুক্তির বিকল্প নেই। দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারলে দেশেই উন্নত চিকিৎসা বাস্তবায়ন সম্ভব।

ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারের প্রজেক্ট ডিরেক্টর ড. মুহাম্মদ শহিদুল ইসলাম জানান, অত্যাধুনিক এসব প্রযুক্তি ব্যবহারে যারা পারদর্শী, এমন পেশাজীবীর খুব প্রয়োজন। এইচজিআরটিসির মতো প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ দিয়ে সে ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখতে পারে।

দিনব্যাপী ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাকির হোসেন হাওলাদার এবং প্রফেসর ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

এইচজিআরটিসি’র চিফ কনসালটেন্ট ড. মো. রফিকুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী ক্যান্সারসহ জটিল রোগে প্রিসিশন মেডিসিন দিন দিন গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশেও এই প্রযুক্তির কার্যকর ব্যবহার চিকিৎসা ব্যবস্থায় নতুন দিগন্ত খুলবে।

সমাপনী বক্তব্যে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য অতিথিরা এইচজিআরটিসির উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে অণুজীব অনুষদের সঙ্গে যৌথভাবে কাজের প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে অণুজীব অনুষদের চেয়ারম্যান এইচজিআরটিসির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

১০

ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

১১

রাত থেকে লাইনে নারী-পুরুষ, সকালে মেলে আটা

১২

ওসিকে অপসারণে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থী বহিষ্কার

১৪

উপমহাদেশের সর্ববৃহৎ দিপালী উৎসব কাউনিয়া আদি শ্মশানে

১৫

বিশ্ব মেরুদণ্ড দিবস ২০২৫ : মেরুদণ্ডের যত্নে সচেতন হই, সুস্থ জীবন গড়ি

১৬

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বেইলি ব্রিজে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

১৭

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দলের একক মাতবরি থাকবে না : নুর

১৮

জুলাই জাতীয় সনদে সই করবে না ৪ দল

১৯

সিলেটে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ রোববার

২০
X