কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৮:১০ পিএম
আপডেট : ০৪ মে ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ভাঙল ইসরায়েল-মার্কিন প্রতিরক্ষা

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়। ছবি : সংগৃহীত
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়। ছবি : সংগৃহীত

ইসরায়েলের কেন্দ্রীয় বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উদ্বেগের বিষয় হলো—এই হামলা মোকাবিলা করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

রোববার (৪ মে) দেশটির সংবামাধ্যম টাইম অব ইসরায়েল তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার (৪ মে) স্থানীয় সময় সকালে হামলাটি চালানো হয় এবং ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয়। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন এবং দুজন বাংকারে আশ্রয় নিতে গিয়ে আহত হয়েছেন।

স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, তেল আবিবের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং আতঙ্কিত মানুষ রাস্তায় গাড়ি থামিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন। যদিও এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিরোধে একাধিকবার চেষ্টা করা হয়। ব্যবহার করা হয় ইসরায়েলের ‘দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ এবং যুক্তরাষ্ট্রের মোতায়েন করা ‘থাড (টার্মিনাল হাই অলটিচিউড এরিয়া ডিফেন্স)’ সিস্টেম। কিন্তু কোনো সিস্টেমই ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে থামাতে পারেনি।

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী এ হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে পূর্বেও গাজায় হামলার জবাবে হুথিরা একাধিকবার ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

বিশ্লেষকরা বলছেন, একটি অপেক্ষাকৃত দুর্বল গোষ্ঠীর হামলা যদি ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় পৌঁছে যায়, তাহলে এটি শুধু প্রযুক্তিগত ব্যর্থতা নয়— বরং গোটা আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর ওপর প্রশ্নচিহ্ন তৈরি করে। এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কৌশলগতভাবে নতুন করে ভাবতে বাধ্য করবে।

প্রসঙ্গত, ইরানের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ২০২৩ সালে ইসরায়েলে থাড মোতায়েন করেছিল। এটি মূলত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত হয়। বিশ্বের অন্যতম সুরক্ষিত অঞ্চল বলে বিবেচিত ইসরায়েল ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার এমন দুর্বলতা এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উল্লেখ্য, থাড (টার্মিনাল হাই অলটিচিউড এরিয়া ডিফেন্স) হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শত্রু দেশের ছোড়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করে দেয়, যাতে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে না পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম : নোমান

৩৭ বছর পর নিউজিল্যান্ডের ‘ভারত’ জয়

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করল ডিএনসিসি

রাউজান-রাঙ্গুনিয়ার অগ্নিকাণ্ড ষড়যন্ত্র উন্মোচনে পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা

বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে : ডা. শাহাদাত

নির্বাচনে দলীয় প্রার্থীদের ৭ দফা নির্দেশনা বিএনপির

ভোটকেন্দ্রে যাওয়াই গণতন্ত্র রক্ষার একমাত্র পথ : ইশরাক হোসেন

পুরস্কার ভাগাভাগি নিয়ে মাচাদোকে নোবেল ফাউন্ডেশনের বার্তা

নারী ক্ষমতায়িত হলে জাতির ভবিষ্যৎ বদলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : জাইমা রহমান

১০

জম্মু কাশ্মীরে গোলাগুলি, ভারতের ৭ সেনা আহত

১১

নাসীরুদ্দীন পাটোয়ারীকে শোকজ, ইসির কড়া বার্তা

১২

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান

১৩

মধ্যপ্রাচ্যের এক ঘাঁটি থেকে সম্পূর্ণরূপে মার্কিন সেনা প্রত্যাহার

১৪

যুগ্ম সচিব আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুতে শেকড় পাবনা ফাউন্ডেশনের শোক

১৫

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে এনসিপি

১৬

মাদকবিরোধী তৎপরতায় খেলাধুলা চমৎকার উপাদান : জহির উদ্দিন

১৭

নতুন মানচিত্রে অ্যান্টার্কটিকার বরফের নিচের অজানা পৃথিবী উন্মোচিত

১৮

এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

১৯

৮১ ঘণ্টা পর শোকজের জবাব দিলেন নাজমুল

২০
X