রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৮:১০ পিএম
আপডেট : ০৪ মে ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ভাঙল ইসরায়েল-মার্কিন প্রতিরক্ষা

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়। ছবি : সংগৃহীত
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়। ছবি : সংগৃহীত

ইসরায়েলের কেন্দ্রীয় বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উদ্বেগের বিষয় হলো—এই হামলা মোকাবিলা করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

রোববার (৪ মে) দেশটির সংবামাধ্যম টাইম অব ইসরায়েল তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার (৪ মে) স্থানীয় সময় সকালে হামলাটি চালানো হয় এবং ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয়। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন এবং দুজন বাংকারে আশ্রয় নিতে গিয়ে আহত হয়েছেন।

স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, তেল আবিবের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং আতঙ্কিত মানুষ রাস্তায় গাড়ি থামিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন। যদিও এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিরোধে একাধিকবার চেষ্টা করা হয়। ব্যবহার করা হয় ইসরায়েলের ‘দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ এবং যুক্তরাষ্ট্রের মোতায়েন করা ‘থাড (টার্মিনাল হাই অলটিচিউড এরিয়া ডিফেন্স)’ সিস্টেম। কিন্তু কোনো সিস্টেমই ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে থামাতে পারেনি।

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী এ হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে পূর্বেও গাজায় হামলার জবাবে হুথিরা একাধিকবার ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

বিশ্লেষকরা বলছেন, একটি অপেক্ষাকৃত দুর্বল গোষ্ঠীর হামলা যদি ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় পৌঁছে যায়, তাহলে এটি শুধু প্রযুক্তিগত ব্যর্থতা নয়— বরং গোটা আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর ওপর প্রশ্নচিহ্ন তৈরি করে। এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কৌশলগতভাবে নতুন করে ভাবতে বাধ্য করবে।

প্রসঙ্গত, ইরানের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ২০২৩ সালে ইসরায়েলে থাড মোতায়েন করেছিল। এটি মূলত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত হয়। বিশ্বের অন্যতম সুরক্ষিত অঞ্চল বলে বিবেচিত ইসরায়েল ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার এমন দুর্বলতা এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উল্লেখ্য, থাড (টার্মিনাল হাই অলটিচিউড এরিয়া ডিফেন্স) হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শত্রু দেশের ছোড়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করে দেয়, যাতে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে না পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য : উপদেষ্টা ফরিদা

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

১০

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

১২

দুর্দান্ত শুরুর পরও জিততে পারল না বাংলাদেশ

১৩

থানায় আগুন, পুড়ল সাংবাদিকের মোটরসাইকেল

১৪

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নীতিগত সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের আহ্বান 

১৫

গুম হওয়া বাবার স্মৃতিচারণ করে শিশুর আর্তনাদ, কাঁদলেন তারেক রহমান

১৬

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

১৭

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস

১৮

সন্দ্বীপেরই অংশ ভাসানচর

১৯

৩০০ আসনে জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের

২০
X