তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) তুর্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার গভীর রাতে বাড়িঘর প্লাবিত হওয়ার পর বুলগেরিয়া ও গ্রিসের সীমান্তবর্তী তুরস্কের কির্কলারেলি প্রদেশে পাঁচজন মারা গেছেন এবং একজন নিখোঁজ হয়েছেন।
এ ছাড়া ইস্তাম্বুলের উত্তরাঞ্চলীয় বাসাকসেহির এবং কুকুকসেকমেসে জেলায় আরও দুজন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ইস্তাম্বুল শহরের গভর্নরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইস্তাম্বুলে ছয় ঘণ্টার কম সময়ে প্রতি বর্গমিটারে প্রায় ১২৫ কিলোগ্রাম বৃষ্টিপাত হয়েছে। আর এ পরিমাণ বৃষ্টিপাত তুরস্কের এই বৃহত্তম শহরে পুরো সেপ্টেম্বর মাসে হয়ে থাকে।
শুধু তুরস্ক নয়, ভারী বৃষ্টিপাতের কারণে দক্ষিণ-পূর্ব ইউরোপজুড়ে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে। এতে এ অঞ্চলে অবকাঠামোর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে এবং জনগণকে সরিয়ে নেওয়া হয়েছে।
আজ বুধবার মধ্য গ্রিসে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বুলগেরিয়ার কৃষ্ণসাগর অঞ্চলে বন্যায় দুজনের মৃত্যু হয়েছিল।
মন্তব্য করুন