স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কে এই লিভারপুলের ২০০০ কোটি টাকার স্ট্রাইকার?

লিভারপুল। ছবি : সংগৃহীত
লিভারপুল। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড ভাঙা ট্রান্সফারের মাধ্যমে লিভারপুলের হয়ে খেলবেন সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক। নিউক্যাসল ইউনাইটেড থেকে প্রায় ১৭৬ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার কোটি টাকা) খরচ করে তাকে দলে ভেড়ানো হয়েছে। এই চুক্তি শুধু লিভারপুল নয়, পুরো প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার হিসেবে রেকর্ড গড়েছে।

দলবদলটি সম্পন্ন হওয়ার পর এটি হবে প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার ফি। এর আগে চলতি গ্রীষ্মেই বায়ার লেভারকুজেন থেকে ফ্লোরিয়ান ভার্টজকে ১৫৩ মিলিয়ন ডলারে দলে টেনেছিল লিভারপুল। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানেই রেকর্ড আবারও লাল শিবিরের হাতে। এ মৌসুমে একের পর এক তারকা দলে ভেড়াতে এখন পর্যন্ত ২৫০ মিলিয়ন পাউন্ডেরও বেশি খরচ করেছে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ইসাক ছাড়াও হুগো একিতিকে, মিলোস কেরকেজ, জেরেমি ফ্রিমপং, জিওভান্নি লিওনি ও ভার্টজকে নিয়ে দলে নতুন মাত্রা যোগ করেছে লিভারপুল।

এদিকে নিউক্যাসলের জার্সিতে গত মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন ইসাক। প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে ২৩ গোল ও ৬ অ্যাসিস্ট করেছিলেন তিনি। কিন্তু নতুন মৌসুমের শুরু থেকেই ক্লাবের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে থাকে। প্রস্তুতি ম্যাচে না খেলা, এশিয়া সফরে অনুপস্থিতি, এমনকি জুলাই থেকে প্রাক্তন ক্লাব রিয়াল সোসিয়েদাদের সঙ্গে অনুশীলন—সবই ইঙ্গিত দিচ্ছিল বিদায়ের। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসাক লিখেছিলেন, ‘নিউক্যাসলের সঙ্গে আমার সম্পর্ক আর চলতে পারে না।’

তারপরও ক্লাব প্রথমে তাকে বিক্রি করতে রাজি ছিল না। লিভারপুলের প্রাথমিক ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবও প্রত্যাখ্যান করে নিউক্যাসল। অবশেষে দাম বাড়িয়ে ১৩০ মিলিয়ন পাউন্ড মেনে নেয় তারা।

সুইডিশ এই ফরোয়ার্ড ইতোমধ্যে ইউরোপের তিন বড় লিগে খেলেছেন—লা লিগায় রিয়াল সোসিয়েদাদ, বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ড এবং প্রিমিয়ার লিগে নিউক্যাসল। তবে এবার তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—লিভারপুলের রেড জার্সিতে প্রমাণ করা যে তিনি সত্যিই রেকর্ড ভাঙা দামের যোগ্য।

লিভারপুল নতুন মৌসুম শুরু করেছে দুর্দান্তভাবে—টানা তিন ম্যাচ জিতে, যার মধ্যে রয়েছে আর্সেনালকে ১-০ গোলে হারানোর ম্যাচ। সেই ম্যাচে মাঠে না থাকলেও কয়েক দিনের মধ্যে ইসাক লিভারপুলে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। তার অভিষেক হতে পারে ১৪ সেপ্টেম্বর বার্নলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে।

অ্যানফিল্ডে সমর্থকরা ইসাককে ঘিরে ইতিমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করেছেন। মোহাম্মদ সালাহ, কোডি গাকপো ও ভার্টজের সঙ্গে আক্রমণভাগে ইসাক যোগ দিলে তা ইউরোপের সবচেয়ে ভয়ংকর লাইনআপে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে নিউক্যাসলের সমর্থকদের জন্য এটি বড় ধাক্কা, কারণ দলের সবচেয়ে নির্ভরযোগ্য গোলদাতাকে হারিয়ে তারা নতুন মৌসুমে কঠিন লড়াইয়ের মুখে পড়ল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ, সারা দেশে ভারী বৃষ্টির আভাস 

দ্বিতীয় ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ গেট চালু

সাত বীরশ্রেষ্ঠর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭ দফা ইশতেহার ডাকসু প্রার্থীর

আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আ.লীগ আমলের লুটপাটের খেসারত দিচ্ছেন ৫ ব্যাংকের গ্রাহকরা

খালি পেটে দুধ চা খাচ্ছেন? জেনে নিন পুষ্টিবিদের সতর্কবার্তা

ইরানের হামলায় ১২ দিনে ধ্বংস হলো ইসরায়েলের ২১টি স্থাপনা

ভারতে বসে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ

১০

দিল্লিতে হাসিনার বাড়ির পাশেই সিআরআইয়ের কার্যালয়, মিলল চাঞ্চল্যকর তথ্য

১১

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী সমস্যা হয়? যা বলছেন চিকিৎসক

১২

চার মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড, পিছিয়ে নেই রুপাও

১৩

বিএনপিকে শুভেচ্ছা জানালেন সারজিস

১৪

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ‘মধুর’ সমস্যা বাংলাদেশ দলে

১৫

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা

১৬

বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: মির্জা ফখরুল 

১৭

টিকটকে এবার যেসব সুবিধা যোগ হলো

১৮

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

১৯

হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার 

২০
X