অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর পাল্টা বিমান হামলায় নিহতের সংখ্যা ৩০০ জন ছাড়িয়েছে। রোববার (০৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৩১৩ জন নিহত এবং প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছে।
এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে এখনো লড়াই চলছে। হামলা-পাল্টা হামলায় দুই দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন মুহূর্তে আরেক প্রতিবেশী দেশ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর লেবানন ভূখণ্ডের দিকে পাল্টা হামলা করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তাদের পাল্টা হামলায় শত শত ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন যোদ্ধাকে বন্দি করা হয়েছে।
তেল আবিবে সাংবাদিকদের হাগারি বলেছেন, গাজা উপত্যকায় বড় ধরনের হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আমরা হামাস নেতাদের নিশানা করে হামলা করছি।
মন্তব্য করুন