কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হতে পারে গাজার সব হাসপাতাল

গাজার আস-শিফা হাসপাতাল। ছবি : সংগৃহীত
গাজার আস-শিফা হাসপাতাল। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল স্থল অভিযান শুরু করেছে। দেশটি গাজার বিভিন্ন হাসপাতালেও হামলা চালিয়েছে। এতে প্রকট হচ্ছে গাজার মানবিক সংকট। এমন পরিস্থিতিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাজার সব হাসপাতাল বন্ধ হতে পারে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

আলজাজিরার এক সাক্ষাৎকারে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা আশরাফুল আল-কুদরা বলেন, গাজার হাসপাতালগুলো ইসরায়েলের সেনারা ঘিরে রাখা ও জ্বালানি সংকটের কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এগুলো বন্ধ হয়ে যেতে পারে।

তিনি বলেন, ইতোমধ্যে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন হাসপাতাল পরিসেবার বাইরে চলে গেছে। এছাড়া গাজার অন্যতম বৃহৎ আস-শিফা ও আল-কুদস হাসপাতালে অপারেশন বন্ধ হয়ে গেছে। জ্বালানি সংকট ও সরঞ্জামের অভাবে এসব সেবাও বন্ধ রয়েছে।

ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ কার্যক্রমবিষয়ক সংস্থা (ইউএনআরডাব্লিউএ) গাজার এ পরিস্থিতিকে গুরুতর বলে উল্লেখ করেছে। তারা এ অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতি ও বাস্তচ্যুত ফিলিস্তিনিদের মানবিক ত্রাণসহায়তার আহ্বান জানান।

এদিকে হাসপাতাল ছাড়াও গাজার আশ্রয়শিবিরে চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ হামলা চালানো হয়। এতে অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আরও অনেকে আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থী শিবিরের ঘনবসতিপূর্ণ এলাকায় ১২টি ভবনকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। শরণার্থী শিবিরের জাবালিয়া সার্ভিস ক্যাম্পের কাছাকাছি এলাকায় এ হামলা করা হয়।

গাজায় স্থল অভিযান ‍শুরুর পর থেকে বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এসব শিবিরের বেশিরভাগই এই ভূখণ্ডের ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত।

নিজেদের এ হামলার পক্ষে যুক্তি দিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে, বেসামরিক লোক নয়, হামাসের কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। তবে এসব হামলার বেশিরভাগই বেসামরিক লোকজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও সেরা ব্রাজিল, কলম্বিয়াকে হারিয়ে জিতল টানা তৃতীয় শিরোপা

দুদিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট

সরকারি ইজারাবিহীন বালুমহালে মোবাইল কোর্টের হানা

পর্দায় শুভশ্রীর সঙ্গে নিজেকে দেখে অশ্রুসিক্ত দেব

মার্কিন শুল্কে কঠোর অবস্থানে মোদি

‎নামাজ শেষে বেরিয়ে সড়কে গেল জামায়াত নেতার প্রাণ

মারা গেছেন কেজিএফের জনপ্রিয় অভিনেতা

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

১০

নেদারল্যান্ডসের চমক, বাংলাদেশ সফরের আগে বদলে ফেলল স্কোয়াড

১১

ঢাকার ব্যস্ততম দুই সড়ক অবরোধ

১২

রিজার্ভ চুরি মামলা  / ৮৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন

১৩

সেই টাইসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না  

১৪

ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কী খাবেন, কী খাবেন না

১৫

চারটি করে আসন চান মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের প্রতিনিধিরা

১৬

ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা নেবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট

১৮

আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

১৯

জাতীয় দলের সাবেক খেলোয়াড় মাদক ও অস্ত্রসহ আটক

২০
X