ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিস শহরে হামাসকে নিশ্চিহ্ন করে ফেলার দাবি করে গত সপ্তাহে দক্ষিণের রাফাহ শহরে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এরপর থেকেই সেখানে ইসরায়েলি স্থল অভিযান নিয়ে আতঙ্ক বিরাজ করছে। দিন যত সামনে গড়ায়, ফিলিস্তিনিদের মাঝে এই আতঙ্ক আরও বাড়ছে।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শেষ কয়েক মিনিটের মধ্যে রাফা শহরের পশ্চিমে প্রধান উপকূলীয় সড়কে ইসরায়েলি গানবোট থেকে গুলি চালানোয় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। রাতভর তীব্র বোমা হামলায় ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন সাংবাদিক, তার মা ও বোন ছিলেন। ধারণা করা হচ্ছে, তাদের টার্গেট করে এই হামলা করা হয়েছে।
বর্তমানে রাফার পরিস্থিতি খুবই ভয়াবহ। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। খুব শিগগিরই ইসরায়েলি স্থল অভিযান শুরু হতে পারে, সবার মাঝে এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের কথাবার্তা থেকেও এমন আভাস পাওয়া যাচ্ছে।
গাজার সর্বদক্ষিণের শহর হলো রাফা। এটি মিসরের সীমান্তবর্তী একটি শহর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে দক্ষিণে সরতে সরতে সর্বশেষ এখানে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি আশ্রয়গ্রহণ করেছেন। প্রচণ্ড ঠান্ডায় মূলত তাঁবু ও সরকারি ভবনে তারা বসবাস করছেন।
গত ১ ফেব্রুয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, হামাসের খান ইউনিস ব্রিগেডকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এই শহরে মিশন শেষ করব। এরপর রাফাহ শহরে অগ্রসর হবো।
সপ্তাহে দুয়েক আগে খান ইউনিস শহরে স্থল অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। শহরের সবচেয়ে বড় দুটি হাসপাতাল নাসের ও আল-আমলে পর্যন্ত হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।
মন্তব্য করুন