কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০১:২১ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েই ইরানের হামলা, কী বলছে মার্কিনিরা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ইসরায়েলে প্রথমবারের মতো নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। টানা কয়েক দিনের হুঁশিয়ারি দিয়ে গত শনিবার রাতে দেশটিতে এ হামলা চালানো হয়। ইরানের এ হামলা নিয়ে সতর্কবার্তাও দিয়েছিল মার্কিন গোয়েন্দারা। ইরান জানিয়েছে, ইসরায়েলে হামলার আগে যুক্তরাষ্ট্রসহ প্রতিবেশী দেশগুলোকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সোমবার (১৫ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান জানান, তেহরান যুক্তরাষ্ট্রসহ প্রতিবেশী দেশগুলোকে হামলার বিষয়ে তাদের পরিকল্পনার কথা ৭২ ঘণ্টা আগে জানিয়েছিল। বার্তায় ইসরায়েলে ইরানের হামলা সীমিত ও আত্মরক্ষামূলক হবে বলেও জানানো হয়।

ইরানের পক্ষ থেকে এমন দাবি করা হলেও বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, ইরানের এমন দাবি সত্য নয়। তারা ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি করতে চেয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক, তুরস্ক এবং জর্ডানের কর্মকর্তারা বলছেন, ইরান ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক দিন আগে তাদের নোটিশ দিয়েছিল। যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন, তেহরান ওয়াশিংটনকে সতর্ক করেনি। ইরান ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করার লক্ষ্যে এ হামলা চালিয়েছে।

তুরস্কের পররাষ্টরমন্ত্রণালয় জানিয়েছে, হামলার আগে তারা ওয়াশিংটন ও তেহরানের উভয়ের সঙ্গে কথা বলেছিল। হামলার প্রতিক্রিয়া যেন আনুপাতিক থাকে সে জন্য আঙ্কারা মধ্যস্থতাকারী হিসেবে একে আপরের বার্তা পরস্পরের কাছে পৌঁছে দিয়েছে।

তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে,দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়ায় ইরান হামলা চালাবে এবং তারা এর বাইরে কিছু করবে না বলে জানিয়েছিল। আমরা এ হামলার সম্ভাবনার বিষয়ে অবগত ছিলাম। ফলে ইরানের ইসরায়েলে হামলা বিষয়টি অবাক করার মতো কিছু ছিল না।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি অস্বীকার করেছে। তারা বলছে, ওয়াশিংটন ওয়াশিংটন সুইস মধ্যস্থতাকারীর মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ৭২ ঘণ্টা আগে কোনো নোটিশ তারা পায়নি।

তিনি বলেন, বিষয়টি একেবারে সত্য নয়। তারা কোনো সতর্কবার্তা দেয়নি। এমনকি হামলার বিষয়ে কোনো ধারণাও দেয়নি।

গত শনিবার রাতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। এমনকি দুই চিরশত্রু দেশের মধ্যে সরাসরি যুদ্ধ পর্যন্ত বেধে যেতে পারে বলে সতর্ক করছেন তারা।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে যারা আছেন

‘আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে’

বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো!

জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না : রাশেদ প্রধান

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের ২ নেতা নিহত 

ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড আছে : ডা. তাহের 

মধ্যপ্রাচ্য ধ্বংস নিয়ে জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য

২১ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসে চাকরির সুযোগ

১০

বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ

১১

সাবেক জেলা পরিষদ সদস্য কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

১২

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, অটোচালকদের মিষ্টি বিতরণ

১৩

৬ মাস জলাবদ্ধ, যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো

১৪

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

১৫

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

১৬

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতু অবরোধ

১৭

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

১৮

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মার চরে জমজমাট ইলিশের বাজার

১৯

রাজশাহী ও বগুড়ায় বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

২০
X