কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০১:২১ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েই ইরানের হামলা, কী বলছে মার্কিনিরা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ইসরায়েলে প্রথমবারের মতো নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। টানা কয়েক দিনের হুঁশিয়ারি দিয়ে গত শনিবার রাতে দেশটিতে এ হামলা চালানো হয়। ইরানের এ হামলা নিয়ে সতর্কবার্তাও দিয়েছিল মার্কিন গোয়েন্দারা। ইরান জানিয়েছে, ইসরায়েলে হামলার আগে যুক্তরাষ্ট্রসহ প্রতিবেশী দেশগুলোকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সোমবার (১৫ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান জানান, তেহরান যুক্তরাষ্ট্রসহ প্রতিবেশী দেশগুলোকে হামলার বিষয়ে তাদের পরিকল্পনার কথা ৭২ ঘণ্টা আগে জানিয়েছিল। বার্তায় ইসরায়েলে ইরানের হামলা সীমিত ও আত্মরক্ষামূলক হবে বলেও জানানো হয়।

ইরানের পক্ষ থেকে এমন দাবি করা হলেও বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, ইরানের এমন দাবি সত্য নয়। তারা ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি করতে চেয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক, তুরস্ক এবং জর্ডানের কর্মকর্তারা বলছেন, ইরান ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক দিন আগে তাদের নোটিশ দিয়েছিল। যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন, তেহরান ওয়াশিংটনকে সতর্ক করেনি। ইরান ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করার লক্ষ্যে এ হামলা চালিয়েছে।

তুরস্কের পররাষ্টরমন্ত্রণালয় জানিয়েছে, হামলার আগে তারা ওয়াশিংটন ও তেহরানের উভয়ের সঙ্গে কথা বলেছিল। হামলার প্রতিক্রিয়া যেন আনুপাতিক থাকে সে জন্য আঙ্কারা মধ্যস্থতাকারী হিসেবে একে আপরের বার্তা পরস্পরের কাছে পৌঁছে দিয়েছে।

তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে,দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়ায় ইরান হামলা চালাবে এবং তারা এর বাইরে কিছু করবে না বলে জানিয়েছিল। আমরা এ হামলার সম্ভাবনার বিষয়ে অবগত ছিলাম। ফলে ইরানের ইসরায়েলে হামলা বিষয়টি অবাক করার মতো কিছু ছিল না।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি অস্বীকার করেছে। তারা বলছে, ওয়াশিংটন ওয়াশিংটন সুইস মধ্যস্থতাকারীর মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ৭২ ঘণ্টা আগে কোনো নোটিশ তারা পায়নি।

তিনি বলেন, বিষয়টি একেবারে সত্য নয়। তারা কোনো সতর্কবার্তা দেয়নি। এমনকি হামলার বিষয়ে কোনো ধারণাও দেয়নি।

গত শনিবার রাতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। এমনকি দুই চিরশত্রু দেশের মধ্যে সরাসরি যুদ্ধ পর্যন্ত বেধে যেতে পারে বলে সতর্ক করছেন তারা।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ২৩৩ ইমামকে হত্যা, ৮২৮ মসজিদ ধ্বংস

শিক্ষার্থীদের সঙ্গে সংবেদনশীল আচরণ কাম্য : ববি হাজ্জাজ

সুন্দরবন থেকে হরিণ শিকারের বিপুল ফাঁদ জব্দ

প্লট পেতে নিজেদের গরিব পরিচয় দেন রেহানা-টিউলিপ

১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেবে ঢাকা দক্ষিণ সিটি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন নিয়োগ, পদ ২৫

তিন রাত বন্ধ থাকবে কর্ণফুলী টানেলের এক পথ 

প্রকৌশলী অধিকার আন্দোলনের সমর্থনে শাটডাউন কুয়েট

নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের, তুরস্কের দিকে ইঙ্গিত

সীমান্ত হত্যা নিয়ে বিএসএফ ডিজির মন্তব্যে বিজিবি ডিজির দ্বিমত

১০

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৪৩ কোটি টাকা অবরুদ্ধ

১১

রাজশাহীতে থানায় নিজের আগ্নেয়াস্ত্রের গুলিতে পুলিশ কর্মকর্তা আহত

১২

ভুল বালিশে শুয়েই খারাপ হচ্ছে আপনার ফুসফুস! জানুন কীভাবে

১৩

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৪

সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

১৫

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

১৬

সাতক্ষীরায় ‘স্যাম্পল’ ওষুধ বিক্রি, টাস্কফোর্সের অভিযান

১৭

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে নতুন ৫ সদস্য

১৮

ছয় মাসে ১৫ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

১৯

জোভান-নিহার ‘সহযাত্রী’

২০
X