কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৭:৫৫ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় গাজার তিন হাজার শিশুর অঙ্গহানি

ইসরায়েলি হামলায় আহত গাজার শিশুরা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় আহত গাজার শিশুরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আট মাসের বেশি সময় ধরে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় বিপুলসংখ্যক নারী ও শিশু নিহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, গাজায় ইসরায়েলি হামলায় প্রায় তিন হাজার শিশু তাদের অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছেন।

শুক্রবার (০৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় বন্ধপ্রায় গাজার বেশিরভাগ হাসপাতাল। এ ছাড়া হাসপাতালগুলোতে খাবার ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে চেতনানাশক ছাড়াই অঙ্গচ্ছেদ করতে বাধ্য হচ্ছে শিশুরা। প্রচণ্ড মানসিক আঘাত নিয়ে পুরো একটি প্রজন্ম বেড়ে উঠছে।

ইসরায়েলি হামলায় অঙ্গ হারানোদের একজন শাম। তার মা আলজাজিরাকে জানান, ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে ছিল সে। এমন সময় একটি শার্পনেল তার হাতে আঘাত করে। আমি দৌড়ে বাইরে গিয়ে দেখি তার হাত যেন সুতোয় ঝুলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা এখন আর অবশিষ্ট নেই। ফলে শামকে নিয়ে তার মায়ের চিকিৎসকের শরণাপন্ন হতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। এমন পরিস্থিতির মধ্যে শামের অপারেশন অ্যানেসথেসিয়ার মাধ্যমে করতে পারায় তাকে ভাগ্যবান বলে উল্লেখ করা হয়েছে।

গাজার আল আকসা হাসপাতালের অর্থপেডিক সার্জন মোহাম্মদ শাহীন বলেন, যথেষ্টসংখ্যক আঘাত আর আহতদের সুস্থ করার জন্য হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও জায়গা নেই। ফলে পরিস্থিতি এখন চিকিৎসাকর্মীদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরপরাধ মানুষের ওপর হামলা চালানোর অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ।

আলজাজিরা জানিয়েছে, জাতিসংঘের তালিকায় অপরাধী হিসেবে ইসরায়েলের সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ আরদান এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শুক্রবার (০৭ জুন) জাতিসংঘ থেকে এক প্রজ্ঞাপন পেয়েছেন গিলাদ। এতে বিষয়টি জানানো হয়েছে। জাতিসংঘের এমন সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাজনক উল্লেখ করে তিনি এতে গভীর ক্ষোভ প্রকাশ করেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ বলেন, জাতিসংঘের এমন পদক্ষেপের কারণে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। এ জন্য জাতিসংঘকে পরিণাম ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত্রুর বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

বিচারব্যবস্থায় ডিজিটাল রূপান্তর / সরকার ও ড্যাফোডিলের সহযোগিতায় কোর্ট অটোমেশন সিস্টেম

আরও ১৩ এসপির দপ্তর বদল

শীতকালে পেটে গ্যাস হওয়া থেকে বাঁচতে যেসব সবজি এড়িয়ে চলবেন

‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে’

গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

‘বিএনপি সরকারে এলে ব্যাংক ও বীমা খাতে বড় সংস্কার হবে’  

রাজশাহীর নতুন কমিশনার জিল্লুর রহমান

এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল কবে, যা জানা গেল

বিয়ে নিয়ে ‘চমক’ দেবেন দেব-রুক্মিণী, চলছে পরিকল্পনা

১০

প্রিপেইড মিটারের ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া নিয়ে বিদ্যুৎ বিভাগ যা বলছে

১১

ডিআইজি পদে একযোগে ৩৩ জনের পদোন্নতি

১২

আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

১৩

কানাডায় নেওয়ার কথা বলে নিল ৩৮ লাখ, নিঃস্ব ২ পরিবার

১৪

মার্করামের বিশ্বরেকর্ড, প্রোটিয়াদের কাছে ধবলধোলাই ভারত

১৫

আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি: জোভান

১৬

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

১৭

সহজ, ঝটপট আর দারুণ মুচমুচে বাঁধাকপির পাকোড়া

১৮

কাঠের সেতুই ২০ গ্রামে স্বস্তির হাসি

১৯

রাবিতে বহুল প্রত্যাশিত ই-কার সেবা চালু

২০
X