কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার পর আসাদ : ক্ষমতা ছেড়ে পালিয়েছেন যেসব দেশের শাসক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ছবি : প্রতীকী
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ছবি : প্রতীকী

বিশ্বের ইতিহাসে অনেক দেশের সরকারপ্রধান নিজেদের শাসনকালে বিভিন্ন কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ এবার সে তালিকায় যুক্ত হয়েছেন।

দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় থাকার পর রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের (এইচটিএস) চূড়ান্ত হামলার পর আল আসাদ তার দেশ থেকে পালিয়ে যান।

আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছে বিদ্রোহীরা এবং আসাদ বিমানে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে যান।

এ ধরনের পালানোর ঘটনা একেবারেই নতুন নয়। বিভিন্ন দেশের সরকারপ্রধানরা একাধিক সময়ে রাজনৈতিক অস্থিরতা, জনগণের বিদ্রোহ কিংবা বিদেশি চাপের কারণে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন। এমন কিছু উদাহরণ রয়েছে-

১. শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে

২০১৯ থেকে ২০২২ পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতায় ছিলেন। কিন্তু দেশটির অর্থনৈতিক সংকট ও জনগণের ব্যাপক আন্দোলনের কারণে ২০২২ সালের জুলাইয়ে তাকে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালাতে হয়। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে পড়ার পর রাজাপাকসে পদত্যাগ করেন। তবে পরে তিনি ফের দেশে ফিরে আসেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন।

২. আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি

আফগানিস্তানে ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফ ঘানি। ২০২১ সালের আগস্টে তালেবানরা কাবুল দখল করলে, তিনি দেশ ছেড়ে চলে যান। ঘানি জানিয়েছেন, তাকে মাত্র ২ মিনিট সময় দেওয়া হয়েছিল দেশ ছাড়ার জন্য, ফলে তাজিকিস্তান হয়ে তিনি আবুধাবী চলে যান।

৩. পাকিস্তানের জেনারেল পারভেজ মোশাররফ

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। রাজনৈতিক অস্থিরতা এবং অভিশংসনের আতঙ্কে ২০০৮ সালে তিনি পদত্যাগ করেন এবং স্বেচ্ছানির্বাসনে লন্ডন চলে যান। পরে তিনি ২০১৩ সালে পাকিস্তানে ফিরে আসেন, তবে ২০২৩ সালে দুবাইয়ে তার মৃত্যু হয়।

৪. ইরানের শাহ বংশের মোহাম্মদ রেজা পাহলভি

ইরানের শাহ বংশের শেষ শাসক মোহাম্মদ রেজা পাহলভি ১৯৭৯ সালে ক্ষমতা ছেড়ে মিসরে পালিয়ে যান, যেখানে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইসলামিক বিপ্লব ঘটে। পরে তিনি দক্ষিণ আফ্রিকায় চলে যান, সেখানে মৃত্যুবরণ করেন।

৫. সুদানের প্রধানমন্ত্রী সাদিক আল মাহদি

সুদানে ১৯৮৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাদিক আল মাহদি। দেশটিতে রাজনৈতিক সংকটের কারণে তিনি পালিয়ে যান।

৬. হাইতির প্রেসিডেন্ট জিন-বার্ট্রান্ড অ্যারিস্টাইদ

হাইতির প্রেসিডেন্ট জিন-বার্ট্রান্ড অ্যারিস্টাইদ ১৯৯১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। পরে ১৯৯৪ সালে আবার দেশে ফিরে আসেন।

৭. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অবশেষে, ৫ আগস্ট ২০২৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালাতে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন। এখন তিনি ভারতেই অবস্থান করছেন।

বিশ্বের ইতিহাসে এ ধরনের পালানোর ঘটনা প্রমাণ করে, সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকা এবং শাসন চালানো সবসময় সহজ নয়। রাজনৈতিক অস্থিরতা, জনগণের চাহিদা এবং আন্তর্জাতিক চাপের মুখে ক্ষমতা ছেড়ে পালানোর ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরে বিশ্ব খাদ্যমূল্য সূচক কমেছে : এফএও

টিভিতে আজকের যত খেলা

‘বিদেশি নম্বর’ থেকে ফোন করে ওসিকে হত্যার হুমকি

ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

এক ইলিশ ১০ হাজার টাকা

১০

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

১১

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

১২

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

১৩

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

১৪

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

১৫

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

১৬

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

১৭

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

১৮

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১৯

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

২০
X