কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার পর আসাদ : ক্ষমতা ছেড়ে পালিয়েছেন যেসব দেশের শাসক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ছবি : প্রতীকী
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ছবি : প্রতীকী

বিশ্বের ইতিহাসে অনেক দেশের সরকারপ্রধান নিজেদের শাসনকালে বিভিন্ন কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ এবার সে তালিকায় যুক্ত হয়েছেন।

দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় থাকার পর রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের (এইচটিএস) চূড়ান্ত হামলার পর আল আসাদ তার দেশ থেকে পালিয়ে যান।

আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছে বিদ্রোহীরা এবং আসাদ বিমানে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে যান।

এ ধরনের পালানোর ঘটনা একেবারেই নতুন নয়। বিভিন্ন দেশের সরকারপ্রধানরা একাধিক সময়ে রাজনৈতিক অস্থিরতা, জনগণের বিদ্রোহ কিংবা বিদেশি চাপের কারণে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন। এমন কিছু উদাহরণ রয়েছে-

১. শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে

২০১৯ থেকে ২০২২ পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতায় ছিলেন। কিন্তু দেশটির অর্থনৈতিক সংকট ও জনগণের ব্যাপক আন্দোলনের কারণে ২০২২ সালের জুলাইয়ে তাকে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালাতে হয়। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে পড়ার পর রাজাপাকসে পদত্যাগ করেন। তবে পরে তিনি ফের দেশে ফিরে আসেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন।

২. আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি

আফগানিস্তানে ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফ ঘানি। ২০২১ সালের আগস্টে তালেবানরা কাবুল দখল করলে, তিনি দেশ ছেড়ে চলে যান। ঘানি জানিয়েছেন, তাকে মাত্র ২ মিনিট সময় দেওয়া হয়েছিল দেশ ছাড়ার জন্য, ফলে তাজিকিস্তান হয়ে তিনি আবুধাবী চলে যান।

৩. পাকিস্তানের জেনারেল পারভেজ মোশাররফ

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। রাজনৈতিক অস্থিরতা এবং অভিশংসনের আতঙ্কে ২০০৮ সালে তিনি পদত্যাগ করেন এবং স্বেচ্ছানির্বাসনে লন্ডন চলে যান। পরে তিনি ২০১৩ সালে পাকিস্তানে ফিরে আসেন, তবে ২০২৩ সালে দুবাইয়ে তার মৃত্যু হয়।

৪. ইরানের শাহ বংশের মোহাম্মদ রেজা পাহলভি

ইরানের শাহ বংশের শেষ শাসক মোহাম্মদ রেজা পাহলভি ১৯৭৯ সালে ক্ষমতা ছেড়ে মিসরে পালিয়ে যান, যেখানে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইসলামিক বিপ্লব ঘটে। পরে তিনি দক্ষিণ আফ্রিকায় চলে যান, সেখানে মৃত্যুবরণ করেন।

৫. সুদানের প্রধানমন্ত্রী সাদিক আল মাহদি

সুদানে ১৯৮৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাদিক আল মাহদি। দেশটিতে রাজনৈতিক সংকটের কারণে তিনি পালিয়ে যান।

৬. হাইতির প্রেসিডেন্ট জিন-বার্ট্রান্ড অ্যারিস্টাইদ

হাইতির প্রেসিডেন্ট জিন-বার্ট্রান্ড অ্যারিস্টাইদ ১৯৯১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। পরে ১৯৯৪ সালে আবার দেশে ফিরে আসেন।

৭. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অবশেষে, ৫ আগস্ট ২০২৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালাতে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন। এখন তিনি ভারতেই অবস্থান করছেন।

বিশ্বের ইতিহাসে এ ধরনের পালানোর ঘটনা প্রমাণ করে, সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকা এবং শাসন চালানো সবসময় সহজ নয়। রাজনৈতিক অস্থিরতা, জনগণের চাহিদা এবং আন্তর্জাতিক চাপের মুখে ক্ষমতা ছেড়ে পালানোর ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি নিয়ে অধ্যাদেশ জারি

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

‘আমরা থানা পুড়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১০

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১১

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১২

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

১৪

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

১৫

চাঁদা না দেওয়ায় এক শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

১৬

খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড : রিজভী

১৭

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎ ‎

১৮

গণভোটে ‌‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‌‘না’ দিলে কী পাবেন না

১৯

শরিফ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল

২০
X