কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মানসিক স্বাস্থ্যসেবায় এআই ‘থেরাবট’

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব—এমনটাই মনে করছেন যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের গবেষকেরা। তাদের তৈরি এআই-ভিত্তিক অ্যাপ্লিকেশন ‘থেরাবট’ এরইমধ্যে মানসিক স্বাস্থ্য পেশাদারদের একটি কার্যকর সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।

ডার্টমাউথের সহকারী অধ্যাপক ও গবেষক নিক জ্যাকবসন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সংখ্যা ১০ গুণ বাড়ালেও চাহিদা পূরণ করা সম্ভব নয়। আমাদের নতুন কোনো পথ খুঁজতে হবে।’

সম্প্রতি তাদের গবেষণায় দেখা গেছে, উদ্বেগ, বিষণ্নতা ও খাওয়ার সমস্যায় ভুগতে থাকা ব্যক্তিদের জন্য থেরাবট কার্যকরভাবে কাজ করছে। শিগগিরই এটি প্রচলিত থেরাপির সঙ্গে তুলনামূলকভাবে পরীক্ষা করা হবে।

‘থেরাবট’-এর মতো আরও কিছু এআই থেরাপিস্ট অ্যাপ তৈরি করছে বিভিন্ন স্টার্টআপ। ‘ইয়ারকিক’ নামের একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হারবার্ট বেয় জানান, তাদের তৈরি এআই থেরাপিস্ট ‘পান্ডা’ যেকোনো সময় ব্যবহারযোগ্য এবং আত্মহত্যাপ্রবণ আচরণ শনাক্ত করে দ্রুত সহায়তা পাঠাতে পারে।

একজন ব্যবহারকারী ‘দারেন’ জানান, ব্যক্তিগত মানসিক ট্রমা কাটিয়ে উঠতে তিনি চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, যা সরাসরি থেরাপি না হলেও অনেক সহায়ক প্রমাণিত হয়েছে।

‘আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন’ (এপিএ)-এর কর্মকর্তা ভাইল রাইট বলছেন, ‘ভবিষ্যতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তৈরি এআই থেরাপিস্ট ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে।’ তবে শিশু-কিশোরদের জন্য এর নিরাপত্তা নিয়ে কিছু উদ্বেগ রয়েছে।

তিনি আরও সতর্ক করেন, বাজারের অনেক অ্যাপ কেবল লাভের উদ্দেশ্যে তৈরি এবং এগুলো ব্যবহারকারীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। তাই বিশ্বাসযোগ্য, নিরাপদ ও গবেষণানির্ভর অ্যাপগুলোর উন্নয়ন জরুরি।

ডার্টমাউথের গবেষক দল এরইমধ্যে ভাবছে থেরাবটকে একটি অলাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের, যাতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষও সহজে মানসিক স্বাস্থ্যসেবা পেতে পারেন।

তবে এখনও মার্কিন এফডিএ থেরাবটের মতো অ্যাপকে ‘চিকিৎসা যন্ত্র’ হিসেবে স্বীকৃতি দেয়নি। অনুমোদনের আগে প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন 

‎বালু তোলার ড্রেজার-বাল্কহেড জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী ‎

ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপীয় দুই জায়ান্ট, কবে কোন ম্যাচ

এবার নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪ 

স্বীকৃতি-আশ্রয় ও যৌথভাবে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হয়েছে ভারত : জামুকা

‘গন্তব্যহীন এই যাত্রায় নীরবতাই একমাত্র সঙ্গী’

বিপিএল: এবার আরও বড় চমক দেখাল নোয়াখালী এক্সপ্রেস

পৃথিবী কি এত গরম হয়ে যাচ্ছে যে মানুষ থাকতে পারবে না?

খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

রফিককে গুলি করে হত্যার নেপথ্যে যা জানা গেল

১০

বিশ্বকাপে ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা, কী বললেন কোচ

১১

জলবায়ু পরিবর্তনে বিপজ্জনক হয়ে পড়ছে কর্মক্ষেত্র

১২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদল নেতা মিথুনের সদকায়ে জারিয়া

১৩

শীতের দাপটে জবুথবু জনজীবন 

১৪

‘জিনের বাদশাহ’ সেজে মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

১৫

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

১৬

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৭

অলিখিত ‘ফাইনালে’ মাঠে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা

১৮

শীতে গোসল করার উপযুক্ত সময় কোনটি?

১৯

বুড়ি তিস্তা খনন প্রকল্পে ক্ষুব্ধ কৃষকরা, প্রতিবাদে মশাল মিছিল

২০
X