

সাধারণত কোনো বাড়িতে বা বহুতল ভবনে থাকতে গেলে ভাড়া দিতে হয়। কিন্তু ‘জলি মেকার’ নামে একটি বহুতল ভবন আছে, যেখানে থাকতে গেলে টাকা দিতে হয় না, উল্টো বাড়িওয়ালা ফ্ল্যাট মালিকদের টাকা দেন।
আলোচিত এই ঘটনা ভারতের মুম্বাইয়ের। এই অদ্ভুত ঘটনার নেপথ্য আছে একটি ব্যবসায়িক চুক্তি। ১৯৭০ সালে নির্মাতা যখন এই ‘জলি মেকার’ অ্যাপার্টমেন্ট বিক্রি করছিলেন, তখন তিনি ক্রেতাদের একটি প্রস্তাব দেন- নরিমান পয়েন্টে তার অন্য একটি নির্মাণাধীন ভবন কেনার জন্য।
তখন ‘জলি মেকার’ ফ্ল্যাটের দামের ৪০ শতাংশ অতিরিক্ত টাকা তিনি ক্রেতাদের বিনিয়োগ করান। নরিমান পয়েন্টের সেই ভবনটি বর্তমানে প্রতি মাসে ৫০ লাখ টাকা ভাড়া পায়। আর সেই টাকা জলি মেকারের রক্ষণাবেক্ষণ এবং বাড়ির মালিকদের দিতে হয়।এজন্য ‘জলি মেকার’ নামের বহুতল ভবনে যে ফ্ল্যাট মালিকরা থাকেন, তারা রক্ষণাবেক্ষণের জন্য কোনো টাকা দেন না। উল্টো প্রতি মাসে ৩ লাখের বেশি টাকা পান। ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন