ভিসা না পাওয়ায় করাচির বাসিন্দা আমিনা অনলাইনে বিয়ে করেছেন ভারতীয় যুবক আরবাজকে। আরবাজ হলেন রাজস্থানের যোধপুরের বাসিন্দা। খবর হিন্দুস্থান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়, বিয়ে করার জন্য ভারতে আসার ভিসার আবেদন করেছিলেন আমিনা। তবে সেই ভিসার আবেদন মঞ্জুর হয়নি। তবে তাতে ঠেকানো যায়নি বিয়ে। আরবাজকে অনলাইনেই বিয়ে করেছেন তিনি।
আরও পড়ুন: কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন নারী
আরবাজের বাবা মুহাম্মদ আফজাল এই বলেন, ‘আমার এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নাতি পাকিস্তানের একটি মেয়েকে বিয়ে করেছেন। তাদের খুশি দেখে আমিনার পরিবার আমাদের ছেলের সঙ্গে আমিনার বিয়ে দিতে চেয়েছিল। আমরা বিয়ের সেই প্রস্তাব মেনে নিয়েছি।’
বিয়ে প্রসঙ্গে আরবাজ বলেন, ‘আমি পাকিস্তানে গিয়ে বিয়ে করিনি কারণ সেটা এখানে স্বীকৃতি পেত না এবং আমাদের ভারতে পৌঁছে আবারও বিয়ে করতে হতো। পাকিস্তানের কনে বিয়ের জন্য ভারতীয় ভিসা পায় না। তাই, আমরা অনলাইনে বিয়ে করেছি। ধর্মগুরুর কাছ থেকে সেই বিয়ের সার্টিফিকেট নিয়েছি। সেটা বৈধ।’
মন্তব্য করুন