কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৬:০৫ এএম
অনলাইন সংস্করণ

জঙ্গিদের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : জিও নিউজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : জিও নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শনিবার (৫ আগস্ট) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি করাগারে রয়েছেন।

শনিবার দুপুরে পাঞ্জাব থেকে গ্রেপ্তারের পর বর্তমানে তাকে পাঞ্জাবের কুখ্যাক অ্যাটক কারাগারে নেওয়া হয়েছে। খবর জিও নিউজের।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাটক কারাগারে জঙ্গিদের রাখা হয়। কারাগারটিতে অতি কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কড়া নিরাপত্তার কারণে ইমরান খানকে এ কারাগারে রাখা হয়েছে।

আরও পড়ুন : যে দুটি পথ খোলা ইমরান খানের

জঙ্গিদের সঙ্গে একই কারাগারে থাকলেও ইমরান খানকে দেওয়া হয়েছে বিশেষ মর্যাদা। তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উন্নত সেলে রয়েছেন।

কারা সূত্র জানিয়েছে, সাবেক এ প্রধানমন্ত্রীকে যে সেলে রাখা হয়েছে সেখানে এসির ব্যবস্থা নেই। তবে ফ্যান, বিছানা, টয়লেট ও গোসলখানা রয়েছে। কুখ্যাত এ কারাগারে ইমরান খান ছাড়া পাকিস্তানের অন্য কোনো প্রধানমন্ত্রী ছিলেন না।

কুখ্যাত এ কারাগারটিতে ইমরান খানের আগে পাকিস্তান মুসলিম লিগ-নেওয়াজ (পিএমএল-এন) নেতা নেওয়াজ শরিফ ও পাকিস্তান পিপলস পাটির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ জারদারি বন্দি ছিলেন।

এদিকে তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে গ্রেপ্তার দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। ইমরান খানের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য জানতে চাওয়া হলে এক মেইল বার্তায় এ কথা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

অন্যদিকে মামলার রায় প্রত্যাখ্যানে করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেইশি বলেন, সরকার ‘প্রচণ্ড ভীত’ হয়ে আদালতের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্বপরিকল্পিত।

জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কোরেইশি বলেন, আমি আদালতের এ রায়কে প্রত্যাখ্যান করছি। এ রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং পূর্ব পরিকল্পিত। এটি আগে থেকেই অনুমেয় ছিল।

ইমরান খানকে উদ্ধৃত করে দলের ভাইস চেয়ারম্যান বলেন, তিনি (ইমরান খান) আগেই বলেছিলেন তাকে গ্রেপ্তার করতে বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে। তারা আমাকে অযোগ্য প্রমাণিত করতে বদ্ধপরিকর। এটি সমাবেশকে কেন্দ্র করে নেওয়া পদক্ষেপেই প্রমাণিত হয়েছে।

ইমরান খানের আইনবিষয়ক মুখপাত্র নাঈম হায়দার পাঞ্জোথা জানান, অ্যাটক কারাগারটি (ইমরান) আইনজীবীদের পাশাপাশি আশপাশের স্থানীয়দেরও যাওয়ার অনুমতি নেই। ফলে তারা ইমরান খানকে খাবার দিতে বা আইনি নথিতে স্বাক্ষরের ব্যবস্থা করতে পারেননি।

গত শনিবার (৫ আগস্ট) দুপুরে ইমরান খানকে তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর তাকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।

মামলার রায় ঘোষণার সময় বিচারক হুমায়ুন দিলাওয়ার বলেন, ‘এ মামলায় ইমরানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি ইচ্ছা করে পাকিস্তান নির্বাচন কমিশনের কাছে জাল তথ্য দেন এবং দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এ জন্য তাকে নির্বাচন আইনের ১৭৪ ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু পুষ্টিতে শাকসবজির গুরুত্ব নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

৮ দিন পর গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদের কালো ছায়া দেশ থেকে যায়নি : জামায়াত আমির

দীর্ঘদিনের কাশি? কখন ফুসফুস পরীক্ষা করাবেন জানুন

শ্রমিকদের চা খেতে দেওয়া তরুণীকে ধর্ষণের পর হত্যা

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ‘জাতীয় সমাবেশ’, যা বললেন বক্তারা

ভালোবাসার এক বছর 

নারায়ণগঞ্জে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৩০ দোকান

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত

শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কিনা জানালেন জয়শঙ্কর

১০

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

১১

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

১২

সিএমপি বন্দর থানার নতুন ওসি আব্দুর রহিম, বাকিরা যেখানে

১৩

তর্কে জড়ানো সেই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ

১৪

বিশ্বকাপজয়ী বিধ্বংসী ব্যাটারকে দলে ভেড়াল রংপুর

১৫

শাহ আমানত বিমানবন্দরে ৯০ লাখ টাকার সিগারেট জব্দ

১৬

বাতের ব্যথার ধরন, উপসর্গ ও যত্ন জানালেন বিশেষজ্ঞ

১৭

ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিসর ও কাতারসহ ৮ মুসলিম দেশের

১৮

আপনার জিমেইল হ্যাকড হয়েছে কিনা যাচাই করুন এখনই

১৯

কর্মসূচি স্থগিত, বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

২০
X