কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেন অপহরণের ঘটনায় ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে চার শতাধিক যাত্রীসহ ট্রেনে হামলা এবং যাত্রীদের জিম্মি করার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান। এর ফলে দুই দেশের মধ্যকার সম্পর্কের উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে।

শুক্রবার ( ১৪ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের অভিযোগ, এ ঘটনার সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা পাল্টা পাকিস্তানের দিকে আঙুল তুলেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পাকিস্তানের অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। এ হামলার সঙ্গে ভারতের কোনো যোগাযাগ নেই। তিনি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ বলে পাল্টা অভিযোগ করেন। এছাড়া অন্য কোনো দেশের দিকে আঙুল তোলার আগে পাকিস্তানকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা মোকাবিলার পরামর্শ দেন তিনি।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফাকত আলি খান বলেন, ভারত পাকিস্তানে সন্ত্রাসবাদ চালাচ্ছে। তিনি দাবি করেন, চলতি সপ্তাহের মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) বন্দুকধারীরা হামলা চালিয়েছে। তাদের সঙ্গে আফগানিস্তানের যোগাযোগ রয়েছে।

অভিযোগ অস্বীকার করেছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারাও পাকিস্তানকে অভ্যন্তরীণ ‘নিরাপত্তা এবং সমস্যার’ দিকে মনোযোগ দেওয়ার অনুরোধও জানিয়েছে

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) স্থানীয় সময় বিকেলে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের বোলান এলাকায় পৌঁছলে একটি সশস্ত্র গোষ্ঠী ট্রেনটির গতিরোধ করে। ট্রেন থামানোর জন্য তারা রেললাইনে বিস্ফোরণ ঘটায় এবং চালকের কক্ষে গুলি চালায়, এতে ট্রেনের চালক আহত হন। এরপর হামলাকারীরা ট্রেনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ও যাত্রীদের জিম্মি করে।

ট্রেনটির ৯টি বগিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। হামলাকারীদের সংখ্যা কতজন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে।

বুধবার (১২ মার্চ) সকালের দিকে পাকিস্তানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, সশস্ত্র ব্যক্তিরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে, ফলে অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে। তবে অভিযান শুরুর পর থেকে ১৫৫ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এতে অন্তত ৩৩ বন্দুকধারী নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১

‘আইনি প্রক্রিয়া মেনেই আসিফ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন, তবে’...

খামেনির আরও এক সহযোগীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

আগামী এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

পদ্মায় ধরা পড়ল বিশাল আকৃতির বাগাড়

‘ভুয়া তথ্য’ রুখতে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই বিধবা পেলেন সহায়তা

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসায় সময়সীমা আরোপের উদ্যোগ

তাসকিন-তানজিমে বিধ্বস্ত শ্রীলঙ্কা, কলম্বোতে শুরুতেই টাইগারদের দাপট

মুদি দোকানে মিলল টিসিবির ১৪৪২ লিটার তেল 

১০

বিমানে যাত্রীদের সঙ্গে মিলল সাপ, অতঃপর...

১১

সংসদ নির্বাচনে ৪৮ লাখ ডলার দিচ্ছে জাপান

১২

১২ কেজি এলপিজির দাম কমলো 

১৩

সরকারি অফিসে ৫০ ভাগ লোক কাজ করে না : আসিফ নজরুল

১৪

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

১৫

নারী ও শিশুর প্রতি সহিংসতায় বিপিসির উদ্বেগ 

১৬

ঢাবির মধুর ক্যান্টিনে ‘মুক্তির পাঠাগার’ স্থাপন করল ছাত্রদল নেতা

১৭

চলে গেলেন জীনাত রেহানা

১৮

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যুক্তরাষ্ট্রে দোয়া মাহফিল 

১৯

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বড় ঘোষণা

২০
X