কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার জেরে বিরাট আর্থিক ক্ষতির মুখে ভারত

ব্যস্ততম একটি স্থল বন্দর। ছবি : সংগৃহীত
ব্যস্ততম একটি স্থল বন্দর। ছবি : সংগৃহীত

কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেয় ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত করে পাকিস্তান। এতে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছে নয়াদিল্লি।

পাকিস্তান বিজনেস ফোরাম (পিবিএফ) যাচাই-বাছাই শেষে জানিয়েছে, পাকিস্তানের মাটি ব্যবহারে বাণিজ্য কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার কারণে ভারত প্রায় ১.১৪ বিলিয়ন ডলারের বাণিজ্য ক্ষতির সম্মুখীন হতে পারে।

পিবিএফ কর্মকর্তাদের বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে পাকিস্তানে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। যেখানে ভারত থেকে আমদানি মাত্র ০.৪২ মিলিয়ন ডলারের।

এ ছাড়া ফোরাম জানিয়েছে, পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে পরিবহন করা ভারতীয় পণ্য বার্ষিক প্রায় ৬৪০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ইসলামাবাদের নিষেধাজ্ঞায় যা ব্যাহত হবে। ফলে ভারতের বাণিজ্য ক্ষতিকে আরও বাড়িয়ে তুলবে।

পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়ে ব্যবসায়িক ফোরাম ভারতীয় উসকানি মোকাবিলায় সরকারি উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে।

পিবিএফ সভাপতি খাজা মেহবুব উর রেহমান বলেন, ব্যবসায়ী সম্প্রদায় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে দৃঢ়ভাবে আছে এবং থাকবে। কয়েক বছর অন্তর পাকিস্তানকে দোষারোপ করার ভারতের অভ্যাস আর গ্রহণযোগ্য নয়। কয়েক বছর চুপ থাকা এবং হঠাৎ করে আবার পাকিস্তানের দিকে আঙুল তোলা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। যথেষ্ট ধৈর্য দেখানো হয়েছে, আর না।

জ্যেষ্ঠ সহসভাপতি আমনা মুনাওয়ার আওয়ান পেহেলগাম হামলার পর ভারতের অভিযোগগুলোকে অযৌক্তিক মিথ্যাচার বলে অভিহিত করেন। তিনি বলেন, এই ঘটনাটি ভারত-অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ধামাচাপা দেওয়ার একটি ব্যর্থ প্রচেষ্টা।

প্রধান সংগঠক আহমেদ জাওয়াদ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বাণিজ্য সম্পর্ক সম্পূর্ণ বন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি ভারতকে আঞ্চলিক অর্থনৈতিক সংহতি এবং শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করার জন্য অভিযুক্ত করেন।

ফোরামটি ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার নিন্দা জানায় এবং এই সিদ্ধান্তকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য ক্ষতিকারক বলে অভিহিত করেছে।

জাওয়াদ বলেন, আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো ঐক্য, স্থিতিস্থাপকতা এবং পাকিস্তানকে প্রথমে অগ্রাধিকার দেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ জুলাই : আজকের নামাজের সময়সূচি

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈষম্যবিরোধী নেতারা

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

আট মামলার আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা

রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

চাল না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা

চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : আব্দুল হালিম

গণসংহতি আন্দোলনের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, তাৎক্ষণিক বিক্ষোভ

আগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূস

১০

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ

১১

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

১২

শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তায় ৬ নির্দেশনা

১৩

খালসহ ১০টি জলমহাল উন্মুক্ত করলেন খুলনার জেলা প্রশাসক

১৪

৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন

১৫

জুলাই শহীদদের স্মৃতি স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

১৬

বছর ঘুরে ফিরল সেই জুলাই 

১৭

৩৬ জুলাই বিপ্লব ও নির্মম নির্যাতনের মধ্যেও বেঁচে ফেরার গল্প

১৮

৫০ কোটি টাকা আত্মসাৎ / এস আলম পরিবারের তিন সদস্যসহ ২৬ জনের বিরুদ্ধে দুই মামলা

১৯

খুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগ

২০
X