কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ শেষেই বেইজিংয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী, ভারতের বিরুদ্ধে নতুন পরিকল্পনা?

বেইজিং সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত
বেইজিং সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত

কাশ্মীরকে কেন্দ্র করে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাত থেমেছে মাত্র এক সপ্তাহ। এর মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। সোমবার শুরু হওয়া এই সফর ঘিরে কূটনৈতিক মহলে নানা গুঞ্জন— যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু কৌশলগত প্রস্তুতি চলছে কি?

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দার ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে শান্তি ও স্থিতিশীলতার ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক আগ্রহের বৈশ্বিক ইস্যুগুলোতেও মতবিনিময় হবে বলে জানানো হয়।

গত এপ্রিলের শেষ দিকে ভারত-শাসিত কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। নয়াদিল্লি সরাসরি ইসলামাবাদ-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর দায় চাপায়— যা ছিল সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। যদিও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে।

এরই পরিপ্রেক্ষিতে ৭ মে ভারত পাকিস্তান ভূখণ্ডে বেশকিছু লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় শুরু হয় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের পাল্টাপাল্টি হামলা, যা চলে টানা চারদিন। এতে দুই পক্ষ মিলিয়ে ৭০ জনের বেশি প্রাণ হারান, যাদের অনেকে ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক।

এই উত্তেজনার মধ্যে চীন একদিকে গঠনমূলক ভূমিকার ঘোষণা দিলেও, বিশ্লেষকদের মতে বেইজিং পরোক্ষভাবে পাকিস্তানের পক্ষ নিয়েছে। চীন দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং বড় অর্থনৈতিক ও সামরিক সহযোগী হিসেবে পরিচিত।

৭ মে পাকিস্তান পার্লামেন্টে দেওয়া ভাষণে ইসহাক দার জানান, ভারত-পাকিস্তান আকাশসীমায় সংঘর্ষ শুরুর পর ইসলামাবাদ চীনা জঙ্গিবিমান ব্যবহার করেছে। তিনি বলেন, ভোর ৪টায় চীনা রাষ্ট্রদূতের নেতৃত্বে পুরো চীনা প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত ছিল। আমরা তাদের পুরো পরিস্থিতি জানালে তারা সন্তোষ প্রকাশ করেন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ঠিক পরপরই পাক পররাষ্ট্রমন্ত্রীর এই চীন সফর মোটেও কাকতালীয় নয়। এটি হতে পারে ভবিষ্যতের আরও কৌশলগত জোটের প্রস্তুতি। বিশেষ করে ভারতের সঙ্গে উত্তেজনার নিরসন না হওয়া পর্যন্ত পাকিস্তান চীনের সঙ্গে প্রতিরক্ষা ও কূটনৈতিক সমন্বয় জোরদার করার কৌশলে আছে বলে মনে করা হচ্ছে।

যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে, পাকিস্তান জানিয়েছিল এই বিরতি রবিবার পর্যন্ত থাকবে। তবে ভারতের সেনাবাহিনী বলছে, চুক্তির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, অর্থাৎ সংঘর্ষ এড়ানোর নিশ্চয়তা এখনো অনিশ্চিত।

বিশ্লেষকরা বলছেন, ইসহাক দারের বেইজিং সফর শুধুই কূটনৈতিক সৌজন্য সফর নয়— বরং এটি দক্ষিণ এশিয়ায় নতুন ভূরাজনৈতিক সমীকরণ, কৌশলগত অগ্রাধিকার পুনর্মূল্যায়ন এবং ভারতের প্রভাব মোকাবিলায় চীন-পাকিস্তান ঐক্য আরও মজবুত করার ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধ থেমেছে, কিন্তু প্রতিযোগিতা এবং প্রভাব বিস্তারের লড়াই আরও জটিল হয়ে উঠছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

বলিউডে কাজ করতে চান উইল স্মিথ

ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে

আত্মিক প্রশান্তির পথে পূর্ণিমা

প্রাথমিকের প্রশ্নফাঁস ইস্যু, সমাধানে করণীয় জানালেন এনসিপি নেতা মিরাজ

জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জেনারেশন বিটার সন্তানদের জন্য কীভাবে প্রস্তুত হবেন অভিভাবকরা

মুগ্ধতায় নিক-প্রিয়াঙ্কা

ভারতে নিরাপত্তা ঝুঁকি স্বীকার করে বিসিবিকে আইসিসির চিঠি, যা বলা আছে

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

১০

দুর্ঘটনার কবলে স্লিপার বাস

১১

কুকুর কামড়ানোর পর প্রথম ১৫ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কী কী করবেন

১২

পঞ্চগড়ে তাপমাত্রা ৭ ডিগ্রিতে

১৩

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

১৪

যেভাবে ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করবেন

১৫

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

১৬

ইরানে হামলা হলে জবাব দেবে কাতাইব হিজবুল্লাহ

১৭

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া, কারণ কী

১৮

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৯

কাফনের কাপড় নিয়ে পার্কে বসে তরুণীর বিষপান

২০
X