কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান যুদ্ধবিমান কেনায় চীনের প্রতিরক্ষা শিল্পে বড় জোয়ার

দুই দেশের পতাকা ও বিমান নিয়ে গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা ও বিমান নিয়ে গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

চীন থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে পাকিস্তান। এতে দেশটির প্রতিরক্ষা শিল্পে ব্যাপক জোয়ার তৈরি হয়েছে। ফলে প্রতিরক্ষা কোম্পানিগুলোর শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সোমবার (০৯ জুন) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্লুমবার্গের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার চীনের প্রতিরক্ষা কোম্পানিগুলোর শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তান চীনের অত্যাধুনিক জে-৩৫ স্টিলথ ফাইটার জেট কেনার পরিকল্পনা নিশ্চিত করার পর শেয়ারে এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

জে-৩৫ জেটের নির্মাতা এভিআইসি শেনইয়াং এয়ারক্রাফট কোম্পানির শেয়ার সাংহাইয়ে লেনদেনের সময় দৈনিক সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া এয়ারোস্পেস নানহু ইলেকট্রনিক ইনফরমেশন টেকনোলজি কোম্পানির শেয়ারও ১৫ শতাংশপর্যন্ত বেড়েছে।

পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই জেট কেনার অভিপ্রায় নিশ্চিত করেছে। দেশটির কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন যে তাদের পাইলটরা ইতিমধ্যে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন, যা আগামী ডেলিভারির প্রস্তুতির অংশ।

জে-৩৫ ফাইটার জেটের সক্ষমতা

প্রতিরক্ষা বিশ্লেষক ব্র্যান্ডন জে. ওয়েইচার্টের মতে, চীনের জে-৩৫এ ফিফথ-জেনারেশন ফাইটার জেট শীঘ্রই পাকিস্তানে সরবরাহ করা হবে। এতে রয়েছে স্টিলথ প্রযুক্তি, উন্নত সেন্সর এবং গভীর আঘাতের ক্ষমতা, যা পাকিস্তানের বিমান শক্তিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।

শেনইয়াং এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি জে-৩৫এ হলো চেংদু জে-২০ এর পর চীনের দ্বিতীয় ফিফথ-জেনারেশন বিমান। এটি অ্যাকটিভ ইলেকট্রনিকালি স্ক্যানড অ্যারে (এইএসএ) রাডার, ইলেকট্রো-অপটিক্যাল টার্গেটিং সিস্টেম এবং উন্নত এভিওনিক্স দিয়ে সজ্জিত, যা পরিস্থিতিগত সচেতনতা এবং টার্গেটিং নির্ভুলতা বাড়ায়।

রাডারে ধরা পড়া এড়াতে ডিজাইন করা এই বিমানের স্টিলথ প্রোফাইল এর রাডার ক্রস-সেকশন কমিয়ে দেয়। এটি দীর্ঘপাল্লার পিএল-১৫ এবং পিএল-১৭ এয়ার-টু-এয়ার মিসাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা দৃষ্টিসীমার বাইরে যুদ্ধে উল্লেখযোগ্য সুবিধা দেয়।

রাশিয়ান আরডি-৯৩ বা চীনা ডব্লিউএস-১৯ টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত জে-৩৫এ প্রতি ঘণ্টায় এক হাজার ৩৬৭ মাইল গতিবেগে উড়তে পারে। আগামী আগস্ট থেকে এ বিমানের ডেলিভারি শুরু হতে পারে। দেশটির পাইলটরা ইতিমধ্যে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন।

এই জেট পাকিস্তানের পুরোনো এফ-১৬ এবং মিরাজ বিমানের বহর প্রতিস্থাপন করবে বলে আশা করা হচ্ছে। ওয়েইচার্ট উল্লেখ করেছেন, জে-৩৫এ-এর ক্ষমতা পাকিস্তানকে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবিলা এবং গভীর আঘাত মিশন পরিচালনায় সক্ষম করবে, যা আঞ্চলিক বিমান শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানচেস্টার ইউনাইটেড শিখবে কবে?

মেট্রোরেল কার্ডের অনলাইন রিচার্জের উদ্বোধন 

পঞ্চগড়ে ২ হাজার বস্তা সার জব্দ

উয়েফার বিরুদ্ধে সুপার লিগের ‘হাজার কোটি টাকার’ মামলা শুরু

দিবা-রাত্রির টেস্টের আগে অজি শিবিরে সুখবর

কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

যেভাবে মুহূর্তেই জানবেন ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি

বলিউডের ‘মিস্টার ডিপেন্ডেবল’ ধর্মেন্দ্র

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

‘ওয়ানডে ছেড়ে কোহলির টেস্ট খেলাই চালিয়ে যাওয়া উচিত ছিল’

১০

জানা গেল বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের তারিখ

১১

বাউল আবুল সরকারের কঠোর শাস্তি চাইলেন রাশেদ খাঁন

১২

ভিটামিন ডি পাওয়ার সেরা সময় সকালে নাকি বিকেলে

১৩

বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

১৪

নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে জাল টাকা

১৫

ইথিওপিয়ায় ১২ হাজার বছর পর নিষ্ক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

১৬

ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি: দেবযানী

১৭

পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

১৮

খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর

১৯

প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

২০
X