রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আরেকটি রাজনৈতিক দল গঠন করছে ইমরান খানের পিটিআই

পিটিআই সমর্থকদের হাতে ইমরান খানের ছবিযুক্ত প্ল্যাকার্ড। ছবি : সংগৃহীত
পিটিআই সমর্থকদের হাতে ইমরান খানের ছবিযুক্ত প্ল্যাকার্ড। ছবি : সংগৃহীত

পাকিস্তানে বড় ধরনের রাজনৈতিক পুনর্গঠনের পথে হাঁটছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, চলমান আইনি জটিলতা ও সাংগঠনিক সংকট মোকাবিলা এবং ভবিষ্যতে দুর্বল জোটের ওপর নির্ভরতা এড়াতে তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করবে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, নতুন দলটি পিটিআই থেকে আলাদা সত্তা হিসেবে নিবন্ধিত হবে, তবে নির্বাচনে দুই দল একসঙ্গে কাজ করবে। এটি মূলত পিটিআইয়ের রাজনৈতিক অবস্থান সুরক্ষিত রাখার পাশাপাশি আইনি দিক থেকে স্বাধীনতা বজায় রাখার একটি কৌশলগত পদক্ষেপ।

সূত্র বলছে, নতুন দলের নাম নিয়ে ইতোমধ্যে কয়েকটি প্রস্তাব বিবেচনায় আছে—এর মধ্যে ‘তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান’ এবং ‘ইনসাফ পাকিস্তান’ নাম দুটি সবচেয়ে আলোচনায় রয়েছে। ইমরান খান নিজেও এমন একটি নাম রাখতে আগ্রহী, যাতে দলের পুরোনো পরিচয়ের ধারাবাহিকতা বজায় থাকে, কিন্তু সংগঠনটি আবার আলাদা কাঠামোয় পরিচালিত হতে পারে।

দলীয় কর্মকর্তারা জানিয়েছেন, নতুন দলের নেতৃত্ব পুরোপুরি স্বাধীন হবে এবং নিজস্ব সাংগঠনিক কাঠামো থাকবে। এটি পিটিআইয়ের বর্তমান কাঠামো থেকে ভিন্নভাবে গঠিত হবে। একই সঙ্গে নতুন দলের সংবিধান ও সদস্যপদ নীতিমালাও প্রণয়ন করা হচ্ছে। নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজও শুরু হয়েছে।

পাকিস্তানের নির্বাচনী আইন অনুযায়ী একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য কমপক্ষে এক হাজার সদস্যের তথ্য জমা দিতে হয়। ইতোমধ্যে পিটিআই সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই সদস্য সংগ্রহের কাজ শুরু করেছেন। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন দলটি পিটিআইয়ের সঙ্গে কৌশলগত জোটে নির্বাচনে অংশ নেবে।

দলীয় এক সিনিয়র সদস্য বলেন, ‘আমরা চাই না আবার কোনো দুর্বল জোট বা স্বার্থনির্ভর পার্টির ওপর নির্ভর করতে হোক। এই পদক্ষেপ আমাদের স্বাধীনতা, রাজনৈতিক নমনীয়তা এবং টিকে থাকার পথ নিশ্চিত করবে।’

সূত্র অনুযায়ী, নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নতুন দলের নিবন্ধনের আবেদন করা হবে। আশা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পিটিআইয়ের এই সিদ্ধান্ত পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে বড় ধরনের কৌশলগত পরিবর্তন নির্দেশ করে। আইনি চাপ, দলীয় ভাঙন ও সংগঠনগত অনিশ্চয়তার মধ্যে এই নতুন দল গঠন হতে পারে ইমরান খানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা।

সূত্র : সামা টিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১০

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১১

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১২

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৩

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৪

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

১৫

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

১৬

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

১৭

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...

১৮

জাতীয় নার্স কমিশন হতেই হবে : ফরহাদ মজহার

১৯

রাজধানীতে চলন্ত বাসে আগুন

২০
X