গাজায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর এ যুদ্ধবিরতি নিয়ে বার্তা দিয়েছেন পাকিস্তানের নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। শনিবার (২৫ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুদ্ধবিরতির পর নিজের এক্স অ্যাকাউন্টে এক বার্তা দেন মালালা। সেখানে তিনি গাজায় সাময়িক যুদ্ধবিরতির খবরে নিজের স্বস্তির কথা জানান। মালালা বলেন, এ যুদ্ধবিরতির ফলে গাজার নারী ও শিশুসহ সকলে পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে।
Tonight, I feel relief for the women, children and young people reunited with their families, and for the pause in the bombardment of Gaza. But tomorrow, children in Gaza will wake up still grieving loved ones, desperate for food and water and fearing that their homes, streets https://t.co/0TpikhAzBz
— Malala Yousafzai (@Malala) November 24, 2023শুক্রবার নিজের এক্সে এক পোস্টে তিনি বলেন, আগামীকাল প্রিয়জনের শোক নিয়েই গাজার শিশুরা আবারও জেগে উঠবে। আবারও খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দেবে। বাড়ি, রাস্তা এবং স্কুলে আবারও হামলার ভয়ে আতঙ্কিত হয়ে উঠবে শিশুরা।
মালালা বিধ্বস্ত গাজায় পুরো যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার পথ খোঁজার জন্য বিশ্বের কাছে অনুরোধ জানান। তিনি বলেন, আমাদের এর পক্ষে কথা বলে হবে। এই অসহনীয় দুর্ভোগের শেষ হওয়া দরকার।
এর আগে চলতি মাসের শুরুতে গাজার হামলা নিয়ে আরও একটি পোস্ট করেন মালালা। সেখানে তিনি গাজায় হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, শিশুদের এবং স্কুলকে হামলার লক্ষ্যবস্তু বানানো উচিত নয়। গাজার স্কুল ও হাসপাতালে হামলায় হাজারো শিশুর মৃত্যু হয়েছে।
মালালা বলেন, এটি কোনো মতামত নয়। এটি হলো আন্তর্জাতিক আইন। আমি যুদ্ধবিরতির পক্ষে আমার আহ্বান অব্যাহত রাখব।
মন্তব্য করুন